Manchester: ম্যান ইউয়ের জয়, গুয়ার্দিওলা অধ্যায়ে লজ্জার নজির নীল ম্যাঞ্চেস্টারের
EPL 2024-25: ম্যান ইউতে এরিক টেন হ্যাগ অধ্যায় অতীত। দায়িত্ব নিয়েছেন রুবেন আমোরিম। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইউনাইটেড। অন্য দিকে, পেপ গুয়ার্দিওলা অধ্যায়ে লজ্জার নজির গড়ল ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলের কী পরিস্থিতি?
ছন্দে ফিরছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিপরীত পথে ম্যাঞ্চেস্টার সিটি! পরিস্থিতি যেন কিছুটা তেমনই। এ মরসুমে হতাশাজনক পারফরম্যান্সের জেরে কোচ ছাঁটাই করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগ অধ্যায় অতীত। দায়িত্ব নিয়েছেন রুবেন আমোরিম। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইউনাইটেড। অন্য দিকে, পেপ গুয়ার্দিওলা অধ্যায়ে লজ্জার নজির গড়ল ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলের কী পরিস্থিতি?
ঘরের মাঠে এভার্টনের বিরুদ্ধে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ট ট্র্যাফোর্ডে লাল জার্সিরই দাপট। শেষ অবধি ৪-০ গোলে জয় এভার্টনের বিরুদ্ধে। প্রতিপক্ষকে গোলের মারা পরিয়েছেও বলা যায়। এভার্টনের বিরুদ্ধে ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস ব়্যাশফোর্ড। কিছুক্ষণের মধ্যেই লিড ২-০ করেন জোসুয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল মার্কাস ব়্যাশফোর্ডের। ৬৪ মিনিটে চতুর্থ গোল সেই জোসুয়ারই।
লাল ম্যাঞ্চেস্টারে যখন সুদিন ফিরছে, নীল ম্যাঞ্চেস্টারে হতাশা। অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ০-২ ব্যবধানে হার ম্যাঞ্চেস্টার সিটির। ম্যাচের ১২ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন কোডি গাকপো। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-০ করেন মহম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা চার ম্যাচে হার। ২০০৮ সালের পর এই প্রথম বার ইপিএলে টানা চার ম্যাচ হারল ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলা অধ্যায়ে এটিই প্রথমবার। লিভারপুলের কাছে হারের পর ম্যান সিটিতেও কোচ নিয়ে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।