Champions League: হ্যান্ডবল বিতর্কে ক্ষোভ, আটকে গেল গুয়ার্দিওলার সিটি
যে ছন্দে খেলছিল টিম, তাতে জয়ই আসে। কিন্তু প্রতিপক্ষ ফুটবলার বক্সের মধ্যে হ্যান্ডবল করা সত্ত্বেও রেফারি দিলেন না পেনাল্টি। আর তা নিয়েই বিতর্ক সিটি-লিপজিগ ম্যাচে।

লন্ডন: গ্রুপ টপার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) সময়টা বেশ ভালো যাচ্ছে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City)। শেষ দুটি ম্যাচও জিতেছে সিটি। কিন্তু লিপজিগের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। আর এই ম্যাচ ঘিরে তীব্র বিতর্ক। ন্যায্য একটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে সিটিকে, এমনই দাবি করছে তারা। লিপজিগের বেঞ্জামিন হেনরিক বক্সের মধ্যে হ্যান্ডবল করেছিলেন। কিন্তু তা রেফারি দেখতে পাননি। এর ফলে জয় পেল না সিটি। ফিরতি ম্যাচের দিকেই আপাতত তাকিয়ে থাকতে হবে গুয়ার্দিওলার টিমকে। তবে টিমের খেলায় খুশি সিটির কোচ। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-য়।
ম্যাচের ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। এই গোলের সুবাদেই ম্যাচের প্রায় শেষ অবধি এগিয়ে ছিল সিটি। কিন্তু ম্যাচের ৭০ মিনিটের মাথায় সিটির ডিফেন্স ভেঙে দুরন্ত হেডে ম্যাচের সমতা ফিরিয়ে আনেন জস্কো ভারদিওল।আক্রমণাত্মক ভঙ্গিতে এই গোলটি করেন ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার। ১-১ হয়ে যাওয়ার পর অবশ্য মরিয়া হয়ে ম্যাচ জিততে চেয়েছিল সিটি। গুন্দোগান বেশ চাপে রেখেছিলেন প্রতিপক্ষ টিমের ডিফেন্সকে। তাঁর একটি অনবদ্য অ্যাসিস্টে ২৭ মিনিটে গোল পেয়েছিলেন মাহরেজ। শেষ দিকে সিটির হয়ে আর একটি গোল করার সুযোগ পেয়েছিলেন রড্রি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। প্রাক্তন চেলসি স্ট্রাইকার টিমো ওয়ার্নার প্রথমার্ধের শেষের দিকে গোলের একটি সুযোগ পেয়েছিলেন।কিন্তু তাঁর শট অনায়াসেই প্রতিহত করেন সিটির গোলরক্ষক এডারসন।
লিপজিগের বেঞ্জামিন হেনরিকের হ্যান্ডবল নিয়ে তীব্র বিতর্কও দেখা দিল। ৭০ মিনিটে ভার্দিওলের গোলের পর এই বিতর্কিত ঘটনাটি ঘটে। পেনাল্টি বক্সে হাতে বল লাগে বেঞ্জামিনের। কিন্তু রেফারি সেটি দেখতে পাননি। যে কারণে অনিবার্য পেনাল্টি পায়নি সিটি। ওই সময় গোল পেলে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে অনায়াসেই জয় তুলে নিত পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচ ড্র করার পর লিপজিগের কোচ মার্কো রোজ বলেছেন, “ম্যাচের দুটি অর্ধে দু’রকম ফুটবল খেলা হয়েছে। প্রথম অর্ধে আমরা একদমই ভালো খেলতে পারিনি। ছেলেরা পায়ে বল পাচ্ছিল না, পেলেও কার্যকর কিছু করে উঠতে পারছিল না। কিন্তু ম্যাচের দ্বিতীয় অর্ধে বেশ ছন্দে খেলেছি। প্রথমার্ধে যে সব ভুলগুলো হচ্ছিল, দ্বিতীয়ার্ধে সেই ভুল শুধরে নিয়ে ভালো ফুটবল খেলেছে ওরা।যার ফলস্বরূপ একটি গোলও পেয়েছি আমরা।” সিটি তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন। অন্যান্য ম্যাচে দলের বৈতরণী পার করতে অন্যতম ভূমিকা পালন করেন হালান্ড।





