Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gerard Pique-Shakira: রেস্তোরাঁয় গিয়েও খাবার মিলল না পিকের! শাকিরার জন্যই কি?

Barcelona: খাবার দেওয়া হয়নি নাকি পছন্দ মতো খাবার না থাকায় তাঁরা বেরিয়ে আসেন, তা অবশ্য় নিশ্চিত করতে পারেনি কেউই। সবটাই জল্পনা। যাই হোক না কেন, বেশ কিছু দিন শান্ত থাকার পর ফের শিরোনামে পিকে-শাকিরা। সৌজন্য়ে রেস্তোরাঁর সেই ভিডিয়ো।

Gerard Pique-Shakira: রেস্তোরাঁয় গিয়েও খাবার মিলল না পিকের! শাকিরার জন্যই কি?
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 8:00 AM

মাদ্রিদ: একটা সময় শিরোনামে ছিল জেরার্ড পিকে-শাকিরার প্রেমকাহিনি। ঠিক যেন রূপকথা। ফুটবলার এবং পপস্টার। পেশাগত দিক থেকে ভিন্ন মেরুর। সেখানেই অবশ্য় মন দিয়েছিলেন তাঁরা। ২০১০ দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের সেই ‘ওয়াকা ওয়াকা’ গান সকলেরই মনে রয়েছে। সেই গানের শুটিংয়েই আলাপ। পরে তা প্রেম এবং সংসারে গড়ায়। পিকে যেমন শাকিরার বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, তেমনই বার্সেলোনা কিংবা স্পেনের ফুটবল ম্যাচে দেখা যেত শাকিরাকে। আগের মতোই শিরোনামে রয়েছেন পিকে-শাকিরা। তবে ভিন্ন কারণে। বার্সেলোনার প্রাক্তন ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে পপস্টার শাকিরার প্রেম আর নেই। ওসব অতীত। এখন শুধুই যেন কাদা ছোড়াছুড়ি। বিস্তারিত TV9Bangla-য়।

জেরার্ড পিকে ডেট করছেন ক্লারা শিয়াকে। তাঁদের দু-জনের সম্পর্ক অনেকটাই এগিয়েছে। শাকিরাও নিজের মতোই ব্য়স্ত। তবু শাকিরা যেমন হঠাৎ কোনও ব্যঘাতে পিকের ‘হাত’ দেখতে পান, একই ভাবে পিকের ক্ষেত্রেও পান থেকে চুন খসলে উঠে আসে শাকিরার নাম। সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বান্ধবী ক্লারা শিয়াকে নিয়ে একটি রেস্তোরাঁয় জেরার্ড পিকে। বার্সেলোনার একটি জাপানি রেস্তোরাঁয় গিয়েছিলেন। কিন্তু শোনা যাচ্ছে সেখানে খাবার জোটেনি স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য় জেরার্ড পিকে এবং তাঁর বান্ধবীর। আরও অভিযোগ, তাঁদের রেস্তোরাঁ থেকে কার্যত বের করে দেওয়া হয়েছে!

এমনটা মনে করারও কারণ রয়েছে। সেই রেস্তোরাঁর মালিক শাকিরার ফ্যান। সে কারণেই নাকি জেরার্ড পিকে ও তাঁর নতুন বান্ধবীকে মেনে নিতে পারেননি! ভিডিয়োয় ধরা পড়েছে, পিকে তাঁর বান্ধবীকে নিয়ে রেস্তোরাঁয় যান। কিন্তু ওয়েটার তাঁদের খাবার দিতে রাজী হননি! বেরনোর সময় খুবই হতাশ দেখিয়েছে পিকের বান্ধবী ক্লারা শিয়াকে। সেখান থেকে বেরিয়েই গাড়িতে ওঠেন দু-জন। তাঁদের খাবার দেওয়া হয়নি নাকি পছন্দ মতো খাবার না থাকায় তাঁরা বেরিয়ে আসেন, তা অবশ্য় নিশ্চিত করতে পারেনি কেউই। সবটাই জল্পনা। যাই হোক না কেন, বেশ কিছু দিন শান্ত থাকার পর ফের শিরোনামে পিকে-শাকিরা। সৌজন্য়ে রেস্তোরাঁর সেই ভিডিয়ো।