FIFA World cup 2022: অধরা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মেসি

Qatar 2022: এটাই শেষ বিশ্বকাপ মেসির। সেই ১৯৮৬। তারপর পেরিয়ে গিয়েছে তিন দশকের বেশি সময়। বুয়েনস আইরেসে যায়নি ফুটবল বিশ্বকাপ।। তাই কেরিয়ারের শেষ বিশ্বকাপে মাঠে নামার আগে গোটা দলকে এক মন্ত্রে বাঁধছেন অধিনায়ক।

FIFA World cup 2022: অধরা বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মেসি
বিশ্বকাপ জয়ের লক্ষে মেসিImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 3:09 PM

কাতার: এটাই শেষ বিশ্বকাপ তাঁর। লিওনেল মেসিকে  (Lionel Messi) আর দেখা যাবে না আকাশি-সাদা জার্সিতে। তাই শেষ বিশ্বকাপ (FIFA World cup) দেশে আনার আশায় বুক বেঁধেছেন মেসি। চলতি মরসুমে ৩৫টি ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা (Argentina) দল। দুর্দান্ত ফর্মে রয়েছেন দলের সর্বশ্রেষ্ঠ তারকা মেসি। তাঁর সামনে একটাই লক্ষ্য, ফুটবল বিশ্বকাপ জয়। ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা বিশ্ব। তৈরি কাতারও। মাঝে আর একটা সপ্তাহ। ইতিমধ্যেই নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। মহারণের আগে কী বলছেন এলএম ১০? তুলে ধরল TV9Bangla

চলতি মরুসুমে ক্লাব এবং দেশের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। ২০১৯ থেকে শুরু করে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে অপরাজিত। দেশের হয়ে শেষবার মেসি তাঁর প্রথম কোপা আমেরিকা ট্রফি জিতেছেন। পিএসজির পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতেও একের পর এক অনবদ্য পারফরম্যান্স করছেন। জাতীয় দলের হয়ে শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। সাতবারের ব্যালন ডি অর জয়ীর ট্রফি ক্যাবিনেটে কার্যত সমস্ত ট্রফিই রয়েছে। কয়েকমাস আগে ইউরো চ্যাম্পিয়ন দল ইতালিকে হারিয়ে ফিনালিসমাও জিতেছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এবার তাঁর অনুরাগীদের আশা, দেশকে বিশ্বকাপ এনে দিয়ে তবেই অবসর নেবেন ৩৫ বছর বয়সি মহাতারকা।

দল ঘোষণার পর মেসি বললেন, “আমরা খুব ভাল সময়ে দাঁড়িয়ে আছি। চাপ সামলাতে আরও দৃঢ় হতে হবে। কারণ ভুললে চলবে না যে এটা বিশ্বকাপ। যে কোনও সময় যা কিছু হতে পারে। একটা ভুল, বিশ্বকাপ থেকে আমাদের ছিটকে দিতে পারে। তাই সব দিক থেকে সতর্ক থাকতে হবে।” দল প্রসঙ্গে তাঁর মত, যথেষ্ট শক্তিশালী তাঁর দল এবং যে কোনও পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা রাখেন তাঁরা।

২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে মেসির দেশ মাঠে নামবে মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ডের (৩০ নভেম্বর) বিরুদ্ধে। সেই ১৯৮৬। তারপর পেরিয়ে গিয়েছে তিন দশকের বেশি সময়। বুয়েনস আইরেসে যায়নি ফুটবল বিশ্বকাপ।। তাই কেরিয়ারের শেষ বিশ্বকাপে মাঠে নামার আগে গোটা দলকে এক মন্ত্রে বাঁধছেন অধিনায়ক। টানা ৩৫টি ম্য়াচ জয়ীরা যেন বলে দিচ্ছে…কাতার অপেক্ষা কর, আমরা আসছি।