সভাপতি-সচিব বদল! ফের নতুন ম্যানেজমেন্ট মহমেডানে
অন্যদিকে সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন আমিরুদ্দিন ববি। মহমেডান স্পোর্টিং সভাপতি ছাড়াও কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান ছিলেন ববি। সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের জন্যই ক্লাবের সভাপতি পদ থেকেই সরে দাঁড়ালেন আমিরুদ্দিন। তার জায়গায় গুলাম আসরফ। কলকাতার অন্যতম নামী ব্যবসায়ী গুলাম আসরফ।
কলকাতা: আবার বদলে গেল মহমেডান স্পোর্টিংয়ের(Mohammedan Sporting) সভাপতি ও সচিব। আমিরুদ্দিন ববির জায়গায় নতুন সভাপতি (President) হলেন গুলাম আসরফ। অন্যদিকে সচিব( Secretary) পদ থেকে ওয়াসিম আক্রমকে সরানো হল। নতুন সচিব হলেন দানিশ ইকবাল।
আই লিগের মাঝেই হঠাৎ বদল মহমেডান স্পোর্টিংয়ের ম্যানেজমেন্টে। কিন্তু কেন করা হল এমন আচমকা বদল? সূত্রের খবর, সচিব পদে ওয়াসিম আক্রমের কাজ নিয়ে অসন্তোষ বাড়ছিল। অভিযোগ, তিনি যেভাবে ক্লাব পরিচালনা করছিলেন, তাতে খুশি ছিলেন না বাকি কর্তারা। সেজন্যই ওয়াসিমকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাঁর জায়গায় আসা দানিশ ইকবাল অবশ্য এখন সচিবের দায়িত্ব সামলাবেন। মহমেডান স্পোর্টিং কর্তা মঞ্জর ইকবালের পুত্র এই দানিশ। তিনিও ওয়াসিমের মতো বয়সে তরুণ। নতুন মুখের ওপরেই ফের ভরসা রাখল ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব।
অন্যদিকে সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন আমিরুদ্দিন ববি। মহমেডান স্পোর্টিং সভাপতি ছাড়াও কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান ছিলেন ববি। সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের জন্যই ক্লাবের সভাপতি পদ থেকেই সরে দাঁড়ালেন আমিরুদ্দিন। তার জায়গায় গুলাম আসরফ। কলকাতার অন্যতম নামী ব্যবসায়ী গুলাম আসরফ।
শুধুমাত্র সভাপতি বা সচিব নয়, বদল হল মাঠ সচিব ও কোষাধ্যক্ষও। গজল জাফরের জায়গায় মাঠ সচিবের দায়িত্বে এলেন ফারহান আহমেদ। কোষাধ্যক্ষ পদে শাহিদ রশিদের জায়গায় এলেন মহম্মদ আক্রম।
এদিকে দীর্ঘদিনের ক্লাবকর্তা কামরুদ্দিন বেশ কিছুদিন কোনও পদাধিকারী ছিলেন না। ক্লাবের কার্যকরী কমিটি থেকে কাজ করছিলেন মহমেডানের এই পোড়খাওয়া কর্তা। ফের আর একবার মহমেডান স্পোর্টিংয়ের পদাধিকারী হলেন কামরুদ্দিন। এবার ক্লাবের সহ সভাপতির দায়িত্বে দেখা যাবে ময়দানের অভিজ্ঞ কর্মকর্তাকে।