‘ইস্পাত’কঠিন লড়াই লাল হলুদের

ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও সহকারি কোচ টনি গ্রান্ট স্বীকার করে নেন রবি ফাউলারের অভাবের কথা। তিনি বলেন, 'ও টিমের ম্যানেজার, টিমকে ওর থেকে ভালো কেউ চেনে না।মাঠে ম্যানেজাররাই দ্রুত সিদ্ধান্ত নেয়। ও মাঠে না থাকায় টিমের উপর প্রভাব পড়বেই। ফাউলারের অভাবটা মেটানোই আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ।'

'ইস্পাত'কঠিন লড়াই লাল হলুদের
লাল হলুদের মিশন মিশন জামশেদপুর এফসি
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 6:35 PM

গোয়া: টানা ৫ ম্যাচে জয় নেই। কোচ নির্বাসনে। লিগ টেবিলের দশ নম্বরে দল। এই অবস্থায় রবিবার জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal) । প্লে অফের রাস্তা কঠিন থেকে কঠিনতর হয়েছে। যদিও সহকারী কোচ টনি গ্র্যান্টও প্রধান কোচ রবি ফাউলারের(Robbie Fowler) বুলি আওড়াচ্ছেন। অঙ্কের বিচারে প্লে অফের সম্ভাবনা থাকায় এখনও আশা ছাড়তে নারাজ লাল-হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ১০ নম্বরে লাল-হলুদের। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট জামশেদপুর এফসির(Jamshedpur FC)। মাঠ এবং মাঠের বাইরে। সবদিক থেকেই চাপে এসসি ইস্টবেঙ্গল। রেফারির সঙ্গে ঝামেলার জেরে চার ম্যাচে নির্বাসিত কোচ রবি ফাউলার। রিজার্ভ বেঞ্চে থাকবেন না লিভারপুলের(Liverpool) প্রাক্তনী। দলের মানসিকতাও তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় জামশেদপুরের বিরুদ্ধে একটা জয়ই দলের মনোবল ফেরাতে পারে। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও সহকারি কোচ টনি গ্রান্ট স্বীকার করে নেন রবি ফাউলারের অভাবের কথা। তিনি বলেন, ‘ও টিমের ম্যানেজার, টিমকে ওর থেকে ভালো কেউ চেনে না।মাঠে ম্যানেজাররাই দ্রুত সিদ্ধান্ত নেয়। ও মাঠে না থাকায় টিমের উপর প্রভাব পড়বেই। ফাউলারের অভাবটা মেটানোই আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ।’ বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচে ২ গোলে হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। লিগ শেষ হতে আর ৫টি ম্যাচ বাকি। তাও রক্ষণের রোগ সারল না। মাঝমাঠ আর আক্রমণে কোনও বৈচিত্র্য নেই। ভালস্কিস-ইজেদের বিরুদ্ধে প্রথম এগারোয় বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে। শুরু থেকে খেলতে পারেন পিলকিংটন আর মাঘোমা। সার্থক গোলুইকেও খেলানোর ভাবনা লাল-হলুদ থিঙ্ক ট্যাঙ্কের। দলের সঙ্গে এখনও পর্যন্ত দু’দিন অনুশীলন করলেও সার্থককে দেখে খুশি টিম ম্যানেজমেন্ট। প্রিয় দলের খেলা দেখে হতাশ লাল-হলুদ জনতা। আইএসএলের শেষ ল্যাপে এসে একটা মরিয়া চেষ্টা চালাতে চান ব্রাইট(Bright)-পিলকিংটনরা(Pilkington)।