ISL: এটিকে মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরুতে বাংলার ফুটবলার

সবুজমেরুনের পাশাপাশি আই লিগ এবং আইএসএলে দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন প্রবীর।

ISL: এটিকে মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরুতে বাংলার ফুটবলার
সবুজমেরুনে বিদায়বেলা প্রবীরের।(ফাইল ছবি)Image Credit source: FACEBOOK
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 7:09 PM

কলকাতা : এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) থেকে বেঙ্গালুরু এফসিতে (Bengaluru FC) সই করলেন বাঙালি ফুটবলার প্রবীর দাস (Prabir Das)। তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। বেঙ্গালুরু এফসির তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ মরসুম পর্যন্ত প্রবীর দাসকে সই করাল তারা। পৈলান অ্যারোজ যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা প্রবীরের। সবুজমেরুনের পাশাপাশি আই লিগ এবং আইএসএলে দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন প্রবীর। পৈলান অ্যারোজ, ডেম্পো, এফসি গোয়া, দিল্লি ডায়নামোস, এটিকে মোহনবাগানের পর এবার বেঙ্গালুরুতে যোগ দিলেন এই সাইড ব্যাক। দেশের হয়েও খেলেছেন প্রবীর। ফেডারেশন কাপ, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন। নতুন ক্লাবে যোগ দিয়ে প্রবীর জানিয়েছেন, ‘বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়ে খুবই ভালো লাগছে। বেঙ্গালুরু এফসি আমার অন্যতম পছন্দের ক্লাব। কান্তিরাভা স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানকার পরিবেশ খুবই ভালো লাগে। সমর্থকরা সারাক্ষণ দলকে তাতায়। এবার বেঙ্গালুরুর জার্সিতে কান্তিরাভায় খেলতে চাই। বেঙ্গালুরু সফল ক্লাব। আমিও দলের সাফল্যে বড় ভূমিকা নিতে চাই। ক্লাবের কর্ণধার এবং টিম ম্যানেজমেন্টের উপর আমি কৃতজ্ঞ। আমাকেও তাঁদের প্রত্যাশার অংশ করার জন্য।‘

অ্যারোজের হয়ে ২০১২-১৩ মরসুমে ভালো পারফরম্যান্সের পর ডেম্পোতে সই করেন প্রবীর। সেখান থেকে লোনে তাঁকে নেয় এফসি গোয়া এবং আইএসএলের উদ্বোধনী সংস্করণে দিল্লি ডায়নামোসে খেলেন প্রবীর। ২০১৫ সালে সবুজমেরুনে যোগ দেন প্রবীর। এটিকে-র সঙ্গে মোহনবাগানের সংযুক্তির পরও সেখানেই থাকেন। সাত বছর সবুজমেরুনে থাকার পর অবশেষে নতুন ক্লাবে যোগ দিলেন প্রবীর দাস। বেঙ্গালুরু এফসির ডিরেক্টর প্রবীরকে সই করানো প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চাইছিলাম প্রবীরকে দলে নেওয়ার জন্য। শেষ অবধি ওকে সই করাতে পেরে খুব ভালো লাগছে। প্রবীরের মতো অভিজ্ঞ প্লেয়ারের উপর দল ভরসা রাখছে। আমরা আত্মবিশ্বাসী, প্রবীর বেঙ্গালুরু এফসির হয়ে ভালো খেলে পুনরায় জাতীয় দলে ফেরার মঞ্চ পাবে। তেমনই বেঙ্গালুরু এফসিকেও সাফল্যের রাস্তায় ফিরতে সাহায্য করবে।‘

আইএসএলে ২০১৯-২০ মরসুমে রক্ষণভাগের ফুটবলার হিসেবে গোলের অ্যাসিস্ট করার ক্ষেত্রে যুগ্মভাবে শীর্ষে ছিলেন প্রবীর। এটিকের হয়ে আইএসএলও জিতেছেন। গত দুই মরসুমে ৩৯ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩ স্তরে খেলেছেন।