English Premier League: ট্রান্সফার উইন্ডোতে ইপিএলের ক্লাবগুলির খরচ হিসেব করাই দায়!
EPL Transfer Window: প্রিমিয়ার লিগের আর এক দামি ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৭২ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে সই করিয়েছে রাসমাস হলান্ডকে। গত বার প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে সই করিয়েছে ফরোয়ার্ড কাই হাভার্ৎজকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড। সেটা যদিও মাঠের নয়। ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের অডিট, কনসাল্টিং ও ট্যাক্স সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা ডেলয়েটের রিপোর্ট চমকে দেওয়ার মতোই। তাদের হিসেব বলছে, এ মরসুমে ইতিমধ্যেই ট্রান্সফার উইন্ডোতে ১.৯৫ বিলিয়ন পাউন্ড খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি। ভারতীয় মুদ্রায় এর অঙ্ক কত হতে পারে! হিসেব করাই দায়। শুধু তাই নয়, সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই গত বারের রেকর্ড ছাপিয়ে গিয়েছে ইপিএলের ক্লাবগুলি। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ডেলয়েটের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড ১.৯৫ বিলিয়ন পাউন্ড অর্থাৎ ২.৪৫ বিলিয়ন ডলার খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি। ২ বিলিয়ন পাউন্ড পেরনো যেন সময়ের অপেক্ষা। গত ১৪ জুন ট্রান্সফার উইন্ডো খুলেছিল। ১ সেপ্টেম্বর অবধি গ্রীষ্মকালীন উইন্ডো খোলা। ফলে অঙ্কটা ঠিক কোথায় পৌঁছতে পারে, এ যেন কল্পনার বাইরে।
এই বিশাল অঙ্কের মধ্যে উল্লেখযোগ্য দুটি ট্রান্সফার। চেলসিতে যোগ দিয়েছেন মোজেস কাইসাদো, আর্সেনালে ডেক্লান রাইস। এই দু-জনের ট্রান্সফার ফি ছিল ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি! চেলসি এ বার ৯জন প্লেয়ার সই করিয়েছে ১ বিলিয়ন ডলার ট্রান্সফার ফি-তে। ভুললে চলবে না, ট্রান্সফার উইন্ডো এখনও খোলা। গত বারের ত্রি-মুকুটজয়ী ম্যাঞ্চেস্টার সিটি উইঙ্গার জেরেমি ডোকুকে এ সপ্তাহেই সই করিয়েছে। সঠিক অঙ্ক না জানা গেলেও, তাঁর জন্য ৫৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর। তার আগে ডিফেন্ডার জসকো গুয়ার্দিওলকে ৯০ মিলিয়ন ইউরো এবং মিডফিল্ডার মাতেও কোভাসিচকে ২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে নিয়েছিল সিটি।
প্রিমিয়ার লিগের আর এক দামি ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৭২ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে সই করিয়েছে রাসমাস হলান্ডকে। গত বার প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ৬৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে সই করিয়েছে ফরোয়ার্ড কাই হাভার্ৎজকে।





