লগ্নিকারী সংস্থাকে পাল্টা চিঠি পাঠাচ্ছে ক্লাব
গতকাল ইনভেস্টরের চিঠি পাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা। আইনী পরামর্শ নেন কর্তারা। টার্মশিট আর মূল চুক্তিপত্রের মধ্যে কোথায় অসঙ্গতি রয়েছে তা জানতে চেয়ে আগেই চিঠি পাঠিয়েছিল ইনভেস্টর। ক্লাবের দেওয়া সেই উত্তর পছন্দ হয়নি শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরের। লগ্নিকারী সংস্থার চিঠি পাওয়ার পর কাল ফেল ইনভেস্টরকে চিঠি পাঠাচ্ছে ক্লাব।
কলকাতা: চিঠি, পাল্টা চিঠি। ইনভেস্টর-ক্লাব চাপানউতোর চলছে। জটিলতা কাটছে না। লগ্নিকারী সংস্থা আর ক্লাব একে অপরকে চিঠি পাঠাচ্ছে। দলগঠন প্রক্রিয়া থমকে। মূল চুক্তিপত্রে এখনও সই করেনি ক্লাব। বিনিয়োগকারী সংস্থার তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, মূল চুক্তিপত্রে সই না করলে তাদের পক্ষে আর এগোন সম্ভব নয়। এদিকে সময় ক্রমশ কমছে। সামনের মাসের মধ্যেই এফএসডিএলকে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে। মূল চুক্তিপত্রে ক্লাব সই না করলে, ফ্র্যাঞ্চাইজি ফি দেবে না লগ্নিকারী সংস্থা।
গতকাল ইনভেস্টরের চিঠি পাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা। আইনী পরামর্শ নেন কর্তারা। টার্মশিট আর মূল চুক্তিপত্রের মধ্যে কোথায় অসঙ্গতি রয়েছে তা জানতে চেয়ে আগেই চিঠি পাঠিয়েছিল ইনভেস্টর। ক্লাবের দেওয়া সেই উত্তর পছন্দ হয়নি শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরের। লগ্নিকারী সংস্থার চিঠি পাওয়ার পর কাল ফেল ইনভেস্টরকে চিঠি পাঠাচ্ছে ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের দাবি টার্মশিট আর মূল চুক্তিপত্রের মধ্যে অনেক জায়গায় অসঙ্গতি রয়েছে। সেই মর্মেই চিঠি পাঠিয়ে আলোচনার টেবিলে বসে সমাধান করতে চাইছে ক্লাব। শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরকে আলোচনায় বসার জন্য চিঠি পাঠাচ্ছে ক্লাব। তা নাহলে শ্রী সিমেন্টের কোনও প্রতিনিধি এসে যদি আলোচনায় বসতে চান, তাতেও কোনও সমস্যা নেই ক্লাবের। প্রয়োজনে ভার্চুয়াল মিটিংয়েও বসতে রাজি ইস্টবেঙ্গল ক্লাব।
শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরের সাফ জবাব, ‘এই কোভিড পরিস্থিতিতে কলকাতা-দুবাই বিমান যোগাযোগ বন্ধ। আর আলোচনায় নতুন করে বসার কি আছে? টার্মশিট আর মূল চুক্তিপত্রে কোথায় অসঙ্গতি রয়েছে তা বারবার জানতে চেয়েছি। সেই জবাব পাইনি।’ ক্লাব আর ইনভেস্টরের চিঠি চালাচালিতে ইস্টবেঙ্গলের ভবিষ্যত্ কি তা নিয়ে দুশ্চিন্তায় সমর্থকেরা। অন্য দলগুলি যখন আইএসএলের দল গোছাতে ব্যস্ত, তখন লাল-হলুদে শুধুই ক্লাব আর বিনিয়োগকারী সংস্থার টানাপড়েন। শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরের আশ্বাস, ‘আশা করি, হয়তো সব ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন:আরও চারদিন পুলিশি হেফাজতে সুশীল