AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Asian Cup: কাতারেই ২০২৩ এএফসি এশিয়ান কাপ, ২০২৭-এ আয়োজকের দৌড়ে ভারত

১৯৮৮ আর ২০১১ সালের পর তৃতীয় বারের জন্য এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে কাতার।

AFC Asian Cup: কাতারেই ২০২৩ এএফসি এশিয়ান কাপ, ২০২৭-এ আয়োজকের দৌড়ে ভারত
কাতারেই ২০২৩ এএফসি এশিয়ান কাপ, ২০২৭-এ আয়োজকের দৌড়ে ভারতImage Credit: Asian Cup 2023 Twitter
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 3:56 PM
Share

দোহা: প্রত্যাশা মতোই কাতারে (Qatar) হবে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) মূল পর্ব। কোভিডের কারণে আগেই চিন সরে দাঁড়িয়েছিল। এএফসি এশিয়ান কাপের মূলপর্ব আয়োজন কোন দেশ করবে, তা নিয়ে ছিল আলোচনা। বিশ্বকাপের আয়োজক কাতারই এগিয়ে এল। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আগেই হয়ে গিয়েছে। কলকাতাতে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছিলেন সুনীল ছেত্রীরা। সোমবার এএফসি কার্যকরী কমিটির সভায় ঠিক হয়, কাতারেই হবে এএফসি এশিয়ান কাপের ম্যাচ। ফিফা বিশ্বকাপের পরই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এএফসি এশিয়ান কাপ আয়োজনের জন্য ইন্দোনেশিয়া ফুটবল সংস্থা আর কোরিয়া ফুটবল সংস্থাও আবেদন করেছিল। তবে শেষ পর্যন্ত কাতারকেই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিল এএফসি কার্যকরী কমিটি। পরের এশিয়া কাপ হতে পারে ভারতে, খোঁজ দিচ্ছে TV9Bangla

১৯৮৮ আর ২০১১ সালের পর তৃতীয় বারের জন্য এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে কাতার। এএফসির প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, ‘এএফসি এবং এশিয়ার ফুটবল পরিবারের সদস্য হয়ে কাতার ফুটবলকে ধন্যবাদ জানাই। আগামী এএফসি এশিয়ান কাপ আয়োজিত হবে কাতারেই। একই সঙ্গে ইন্দোনেশিয়া আর কোরিয়া ফুটবল সংস্থাকেও ধন্যবাদ জানাই আগ্রহ দেখানোর জন্য। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সফল ভাবে আয়োজন করার রেকর্ড আছে কাতারে। আগামী দিনেও সফল হবে তারা।’

২০২৭ এএফসি এশিয়ান কাপ আয়োজকদের নামও শর্টলিস্ট করে ফেলেছে এএফসি কার্যকরী কমিটি। সেই তালিকায় রয়েছে ভারতের নাম। আয়োজক হওয়ার দৌড়ে ভারতের সঙ্গে লড়াইয়ে আছে সৌদি আরব। ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আগেই আয়োজন করেছে ভারত। কিছুদিন মুম্বইয়ে হয়ে গিয়েছে মেয়েদের এএফসি কাপ। এখন চলছে মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। আয়োজক হিসেবে ভারত যে ক্রমশ যোগ্য হয়ে উঠছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ক্রিকেট এবং হকির মতো বড় খেলাগুলো নিয়মিত আয়োজন করে এ দেশের বোর্ড। তা যে ফিফা মাথায় রাখছে, বোঝাই যাচ্ছে। ভারতে যদি এশিয়া কাপ হয়, নিশ্চিত ভাবে তা হয়ে উঠবে ভারতীয় ফুটবলের নতুন সাফল্য।