Madrid Derby: মাদ্রিদ ডার্বিতে কোনওরকমে হার বাঁচাল রিয়াল
La Liga: নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে সমতা ফেরান আলভারো রড্রিগেজ। শেষ অবধি ১-১- স্কোর লাইনেই ম্য়াচের ইতি। ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পাওয়ায় বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমাতে পারল না অ্যাটলেটিকো।

মাদ্রিদ: অল্পের জন্য় মাদ্রিদ ডার্বিতে হার বাঁচাল রিয়াল। লা লিগার পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অনেকটাই পিছিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে আরও অনেক বেশি সমস্যায় পড়েছিল অ্যাটলেটিকো। বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনে পরিণত হয় দিয়েগো সিমোনের অ্যাটলেটিকো মাদ্রিদের। তাদের বিরুদ্ধে কোনও রকমে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এমন করুণ দশা হবে, তা হয়তো প্রত্য়াশিত ছিল না। ১০ জনে পরিণত হওয়ার পরও দাপট বজায় ছিল অ্যাটলেটিকোর। হোসে গিমেনেজের গোলে এগিয়েও যায় তারা। তিন পয়েন্ট নিয়েও মাঠ ছাড়তে পারত অ্যাটলেটিকো। শেষ মুহূর্তে রিয়ালের ত্রাতা আলভারো রড্রিগেজ। বিস্তারিত TV9Bangla-য়।
মাদ্রিদ মহারণ সব সময়ই বাড়তি আবেগের। কার্লো আন্সেলোত্তি বনাম দিয়েগো সিমোনের ক্ষুরধার মস্তিষ্কের লড়াই। মাদ্রিদের দুই ক্লাবের লড়াইয়ে শুরুটা খুবই মন্থর হয়। অতিরিক্ত সতর্কতাই এর কারণ। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবাউ কুর্তোয়াকে কার্যত ঘুমিয়ে কাটাতে হয়েছে। একই পরিস্থিতি ছিল অ্য়াটলেটিকো গোলরক্ষক জান ওব্লাকেরও। সে অর্থে প্রথমার্ধে একবারই চাপে পড়েছিল অ্যাটলেটিকো। তবে মার্কো আসেন্সিওর ক্লোজ রেঞ্জের শট বাঁচিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক জান ওব্লাক। দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে যায়। অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাঞ্জেল করেয়া কার্ড দেখে মাঠ ছাড়তেই চাপে পড়েন সিমোনে। করেয়ার সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।
দশ জনে পরিণত হলেও হাল ছাড়েনি অ্যাটলেটিকো। ম্য়াচের ৭৮ মিনিটে গিমিনেজের গোলে এগিয়ে যায় সিমোনের দল। যদিও খুব বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি তারা। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে সমতা ফেরান আলভারো রড্রিগেজ। শেষ অবধি ১-১- স্কোর লাইনেই ম্য়াচের ইতি। ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পাওয়ায় বার্সেলোনার সঙ্গে দূরত্ব কমাতে পারল না অ্যাটলেটিকো। দলের হার বাঁচিয়ে রিয়ালের গোলদাতা আলভারো বলেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে গোল করতে পেরে খুবই ভালো লাগছে। ছোট থেকে এটাই স্বপ্ন ছিল।’ কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, ‘লিগ জেতার জন্য় শেষ অবধি লড়াই করব।’





