করোনা আক্রান্ত রোনাল্ডিনহো
নিজস্ব প্রতিবেদন: কোভিড (covid 19) আক্রান্ত হলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহো গাউচো।তবে তার শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। আপাতত আইসোলেশনে রয়েছেন বার্সেলোনার প্রাক্তন এই ফুটবলার।বর্তমানে ব্রাজিলের বেলো হোরাইজন্তে শহরে রয়েছেন রোনাল্ডিনহো (Ronaldinho)। ইসস্ট্রাগ্রামে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দুবার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া রোনাল্ডিনহো। গত কয়েকমাস ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না […]
নিজস্ব প্রতিবেদন: কোভিড (covid 19) আক্রান্ত হলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহো গাউচো।তবে তার শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। আপাতত আইসোলেশনে রয়েছেন বার্সেলোনার প্রাক্তন এই ফুটবলার।বর্তমানে ব্রাজিলের বেলো হোরাইজন্তে শহরে রয়েছেন রোনাল্ডিনহো (Ronaldinho)।
ইসস্ট্রাগ্রামে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দুবার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া রোনাল্ডিনহো। গত কয়েকমাস ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কিংবদন্তি এই ফুটবলারের।
জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করার জন্য কারাগারে কাটাতে হয়েছিল বিশ্বখ্যাত এই ফুটবলারকে। কয়েকদিন আগেই আদালতের নির্দেশে ছাড়া পেয়ে দেশে ফেরেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। এবার করোনা আক্রান্ত হলেন ফুটবলের এই ম্যাজিশিয়ান।