একা কৃষ্ণাতেই ছারখার লাল-হলুদ

আইএসএলের ১৮ ম্যাচে ১৪ গোল। সঙ্গে ৪ অ্যাসিস্ট। যার মধ্যে ফতোরদাতেই ৯ গোল কৃষ্ণার

একা কৃষ্ণাতেই ছারখার লাল-হলুদ
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Feb 19, 2021 | 11:04 PM

সুশোভন মুখোপাধ্যায়

আইএসএলে সবুজ-মেরুনের ডার্বি ডাবল। নেপথ্যে সেই কৃষ্ণলীলা। জোড়া ডার্বিতে গোল পেলেন ফিজির স্ট্রাইকার। নিজে গোল করলেন। করালেন দুটো গোল। ইস্টবেঙ্গল ডিফেন্সের ফাঁকফোকরের ফায়দা লুটলেন সবুজ-মেরুনের তারকা স্ট্রাইকার। ম্যাচের সেরাও রয় কৃষ্ণা। পরপর দুটো ডার্বিতে নায়ক হলেন তিনি।

ফতোরদার ডার্বির ইউএসপি ছিল রয় বনাম ব্রাইটের দ্বৈরথ। দুই তারকার লড়াইয়ে অবশ্য শেষ হাসি হাসলেন কৃষ্ণাই। শুক্রবারের বড় ম্যাচের আগে ফতোরদায় ৮টা গোল ছিল ফিজির স্ট্রাইকারের। ডার্বির প্রথম ১৫ মিনিটের মধ্যেই স্কোরলাইনে নিজের নাম লেখান রয় কৃষ্ণা। তিরির দুরন্ত পাস থেকে দুরন্ত ফিনিশ। ড্যানি ফক্সকে গায়ে নিজেই সুব্রতকে পরাস্ত করে আইএসএলে নিজের ১৪তম গোল গোলটা করে যান আইএসএলের অন্যতম সেরা স্ট্রাইকার।

বিরতির আগেই তিরির আত্মঘাতী গোলে সমতা ফেরায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জন্য দরজা খোলেন সেই কৃষ্ণাই। ফক্সের ভুলকে কাজে লাগিয়ে সতীর্থ উইলিয়ামসের জন্য বল সাজিয়ে দেন তিনি। দুরন্ত শটে গোল করতে ভুল করেননি উইলিয়ামস। অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েলিংটন ফিনিক্সের হয়ে বহু গোল করেছেন উইলিয়ামস আর কৃষ্ণা। সবুজ-মেরুন জার্সিতেও যুগলবন্দী অটুট দুজনের।

roy krishna

খেলার একেবারে শেষলগ্নে হাভি হার্নান্ডেজকে দিয়ে গোল করিয়ে ডার্বি পকেটে পুরে ফেলেন রয়। আইএসএলের ১৮ ম্যাচে ১৪ গোল। সঙ্গে ৪ অ্যাসিস্ট। যার মধ্যে ফতোরদাতেই ৯ গোল। যে কোনও কোচের কাছেই সম্পদ হতে পারেন রয় কৃষ্ণার মতো স্ট্রাইকার। গত বছর করেছিলেন ১৫ গোল। এবার ইতিমধ্যেই ১৪ গোল। কোথায় গিয়ে তিনি থামবেন, তা বোধহয় একমাত্র জানেন তিনিই।

আরও পড়ুন:ATKMB vs SCEB LIVE Score, ISL 2020-21: কৃষ্ণলীলায় ফের ডার্বি মোহনবাগানের

জোড়া ডার্বিতে গোল। জোড়া ম্যাচ অফ দ্য ম্যাচ। তাও ম্যাচের শেষে অদ্ভুত শান্ত রয় কৃষ্ণা। ম্যাচের শেষে তারকা স্ট্রাইকার বলছেন, ‘কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়াই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্দে আমরা যেভাবে ম্যাচে ফিরিয়ে তা সত্যিই প্রশংসনীয়।’

রয় কৃষ্ণার প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয় সেন। হাবাসের সহকারি বলছেন, ‘আমার দেখা সেরা বিদেশি রয় কৃষ্ণা। ভারতীয় তরুণ ফুটবলারকে রয়কে দেখে শিখতে পারে। দু’বছর খুব কাছ থেকে দেখছি। কোনও দম্ভ নেই। ম্যাচের পর ম্যাচের গোল করলেও আচার ব্যবহারে অতি সাধারণ।

ডার্বির নায়কের চোখ এখন লিগ তালিকার এক নম্বর স্থান। লিগ পর্যায়ের শেষে এক নম্বর স্থান নিশ্চিত করতে পারলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে নিশ্চিত করতে পারবে সবুজ-মেরুন।