Eelco Schattorie: কিংবদন্তি জেরার্ড কোচ, টিডি এলকো, সৌদি ফুটবলে ময়দানের ছোঁয়া
Steven Gerrard-Al-Ettifaq: কলকাতা ময়দানে তাঁর এটিই একমাত্র ক্লাব নয়। ইস্টবেঙ্গলে আর্মান্দো কোলাসোকে সরিয়ে এলকোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগেও কোচিং করিয়েছেন এলকো।
সৌদি আরব ফুটবলে একের পর এক চমক। তা সে ফুটবলার সই করানো হোক বা কোচ। কিন্তু সৌদি ফুটবলে যে কলকাতা ময়দানেরও ছোঁয়া রয়েছে, তা জানেন কি? হয়তো ছবি দেখে আন্দাজ করতে পারছেন। আরও একটু ভালো করে জানা যেতে পারে। সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলার খেলেন। এ বার যোগ দিয়েছেন করিম বেঞ্জেমা, এনগোলো কান্তে, মার্সেলো ব্রোজোভিচের মতো ফুটবলার। আরও এক তারকার প্রবেশ সৌদি লিগে। আল-এত্তিফাকের কোচ হলেন কিংবদন্তি স্টিভেন জেরার্ড। আর সেই টিমের টেকনিকাল ডিরেক্টর এলকো শাতোরি। দ্বিতীয় নামটা মনে পড়ছে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইউনাইটেড স্পোর্টস ক্লাব কোচ করে এনেছিল এলকো শাতোরিকে। সে সময় আই লিগে খেলত ইউনাইটেড স্পোর্টস। স্পনসরও ছিল। ভারতে খেলতে আসা বিদেশিদের মধ্যে অন্যতম সেরা ফুটবলার ব়্যান্টি মার্টিন্স কলকাতায় প্রথম খেলেছিলেন ইউনাইটেডেই। কার্লোস হার্নান্ডেজের মতো বিশ্বকাপার ছিলেন সেই টিমে। আর কোচ এলকো শাতোরি।
কলকাতা ময়দানে তাঁর এটিই একমাত্র ক্লাব নয়। ইস্টবেঙ্গলে আর্মান্দো কোলাসোকে সরিয়ে এলকোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগেও কোচিং করিয়েছেন এলকো। নর্থ -ইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্সের কোচ ছিলেন। উয়েফা প্রো-লাইসেন্স রয়েছে। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল-এত্তিফাকের টেকনিকাল ডিরেক্টর। সেই ক্লাবেই কোচ হয়ে এলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড।
কোচিংয়েও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে জেরার্ডের। স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব রেঞ্জার্স এফসি, ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে কোচিং করিয়েছেন। একই লিগে পাচ্ছে লিভারপুলের আর এক তারকা রবি ফওলারকে। তিনিও ভারতীয় ফুটবলে কোচিং করিয়েছেন। আইএসএলে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন রবি ফওলার। তিনি এখন সৌদির ক্লাব আল কাদিশিয়ার কোচ। ফলে শুধু এলকোর সৌজন্যেই নয়, রবি ফওলারের জন্যও সৌদি ফুটবলে ময়দানের ছোঁয়া, বলাই যায়।