ভারতীয় দলে ঈশান-লিস্টন-বিপিন

২৫ এবং ২৯ মার্চ ওমান এবং আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে ভারতীয় ফুটবল দল। ৩৫ জনের মধ্যে থেকে ২৮ জনের চূড়ান্ত দল বেছে নেবেন ইগর স্টিমাচ। মার্চের ১৫ তারিখ দুবাই রওনা দেবে ভারতীয় দল। সেখানে গিয়ে প্রস্তুতি শিবির সারবেন সুনীলরা। ৩৫ জনের দলে রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। জাতীয় দলে ডাক পেয়েছেন ঈশান পন্ডিতা, লিস্টন কোলাসো, বিপিন সিং।

ভারতীয় দলে ঈশান-লিস্টন-বিপিন
৩৫ জনের দল ঘোষণা করলেন স্টিমাচ। ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Mar 02, 2021 | 4:43 PM

নয়াদিল্লি: দুবাইয়ে দুটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ। প্রাথমিক ভাবে ৩৫ জনের দল ঘোষণা করলেন জাতীয় দলের ক্রোট কোচ। ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বকে মাথায় রেখেই দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল। জুনে দুটি কোয়ালিফায়ারের ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আগেই ছিটকে গেছে ভারত।

আরও পড়ুন: রিংয়ে ফিরছেন মেরি সহ ১২ ভারতীয় বক্সার

২৫ এবং ২৯ মার্চ ওমান এবং আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে ভারতীয় ফুটবল দল। ৩৫ জনের মধ্যে থেকে ২৮ জনের চূড়ান্ত দল বেছে নেবেন ইগর স্টিমাচ। মার্চের ১৫ তারিখ দুবাই রওনা দেবে ভারতীয় দল। সেখানে গিয়ে প্রস্তুতি শিবির সারবেন সুনীলরা। ৩৫ জনের দলে রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। জাতীয় দলে ডাক পেয়েছেন ঈশান পন্ডিতা, লিস্টন কোলাসো, বিপিন সিং। আইএসএলে এফসি গোয়ার জার্সিতে সাড়া ফেলে দিয়েছেন ঈশান পন্ডিতা। হায়দরাবাদ এফসির হয়ে নজর কাড়া লিস্টন কোলাসোকেও দলে রাখলেন স্টিমাচ। মুম্বই সিটি এফসির হয়ে হ্যাটট্রিক করা বিপিন সিংও ডাক পেলেন জাতীয় দলে। ভারতীয় দলে কামব্যাক করলেন গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। বাদ পড়লেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

একনজরে ৩৫ জনের ভারতীয় দলের তালিকা: গোলকিপার- গুরপ্রীত, শুভাশিস রায়চৌধুরী, ধীরজ, বিশাল, অমরিন্দর।

ডিফেন্ডার- আশুতোষ, ফার্নান্ডেজ, আকাশ মিশ্র, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, চিঙ্গলেনসানা, সার্থক, আদিল, মন্দার রাও দেশাঈ, প্রবীর দাস, মাশুর।

মিডফিল্ডার- উদান্ত সিং, বর্জেস, জিকসিন সিং, মাউইয়া, রেনিয়ার, অনিরুদ্ধ থাপা, বিপিন সিং, ইয়াসির মহম্মদ, সুরেশ সিং, হোলিচরণ, ছংতে, কে আশিক, রাহুল কেপি, লিস্টন কোলাসো, হিতেশ শর্মা, ফারুখ চৌধুরী।

ফরোয়ার্ড: মনবীর সিং, সুনীল ছেত্রী, ঈশান পন্ডিতা