পাঁচ ম্যাচ পর জয় রিয়ালের, হার বার্সেলোনার
জিতে লা লিগার তালিকায় ৩ নম্বরে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে হেরে ৭ নম্বরে থাকলেন মেসিরা।
TV9 বাংলা ডিজিটাল: প্রতিপক্ষের আত্মঘাতী গোল আপাতত বাঁচিয়ে দিল জিনেদিন জিদানের চাকরি। আরও কয়েকটা ম্যাচ হাতে পেতে পারেন তিনি। সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে শেষ পাঁচটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে রিয়াল মাদ্রিদকে(Real Madrid)। স্পেন সংবাদ মাধ্যমের খবর ছিল আগামী দুটি ম্যাচে জয়ের মুখ দেখতে না পারলে কোচের পদ ছাড়তে হবে জিজুক।
ঘরের মাঠে জিদানের দলের বিরুদ্ধে সেভিয়া একটাই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। প্রতিপক্ষকে বলের দখল নিতে দেওয়া যাবে না। সেই পরিকল্পনায় তাঁরা যে সফল সেটা বলে দিচ্ছে ম্যাচের পরিসংখ্যান। গোটা ম্যাচে ৬৩ শতাংশ বল থাকল সেভিয়ার ফুটবলারদের পায়ে। তাই আক্রমণ করার সুযোগটাও সেভাবে পেল না।
খেলার প্রথমার্ধ থাকল গোলশুন্য। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে নিজেদের গোলে বল ঢুকিয়ে দলের ছন্দ নষ্ট করলেন বোনো। ম্যাচে ওই একটা মাত্র গোল। যা জিদানকে কিছুটা অক্সিজেন দিয়ে গেল। তবে দলের পারফরম্যান্স দেখে তাঁর চিন্তা বাড়বে বই কমবে না।
➕3⃣ #RMLiga | #HalaMadrid pic.twitter.com/lSDEXZopJ9
— Real Madrid C.F. ???? (@realmadriden) December 5, 2020
আরও পড়ুন: আইএসএলে হারের হ্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের
রিয়ালের জয়ের দিন আবার হারের মুখ দেখল বার্সেলোনা (Barcelona)। অ্যাওয়ে ম্যাচে কাডিজের বিরুদ্ধে ২-১ গোলে হারতে হল কাতালান ক্লাবকে। গোটা ম্যাচ খেললেও দলের হার আটকাতে পারলেন না লিও মেসি। বার্সেলোনার একমাত্র গোলটিও প্রতিপক্ষের আত্মঘাতী গোল। আরও একটা হার বার্সেলোনাকে লিগে টেবিলের নিচের দিকে ঢেলে দিল। ১০ ম্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট মেসিদের।
FULL TIME pic.twitter.com/anpnt2OuLo
— FC Barcelona (@FCBarcelona) December 5, 2020
তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার খারাপ পারফরম্যান্সের দিন উজ্জ্বল অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। রিয়াল ভালভাদিলোর বিরুদ্ধে ২-০ গোলে জয় তুলে নিল অ্যাটলেটিকো। একই সঙ্গে লা-লিগা (la liga) টেবিলে এক নম্বর স্থানে উঠে এলেন সুয়ারেজরা। খেলার প্রথমার্ধ গোলশুন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সিমিওনের দলের হয়ে জোড়া গোল করেন থমাস লামের ও মার্কোস লোরেন্তে। করোনা জয় করে, একদিনের অনুশীলন শেষে মাঠে নেমে পড়লেন সুয়ারেজ। ৬৩ মিনিট খেলেন তিনি।