প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি, জয় দুই ম্যাঞ্চেস্টারের

লিডসকে হারিয়ে ইপিএলের শীর্ষে চেলসি। ৪ ও ৫ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর ম্যাঞ্চেস্টার সিটি।

প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি, জয় দুই ম্যাঞ্চেস্টারের
জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগ। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 2:14 PM

TV9 বাংলা ডিজিটাল: ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) ব্লুজদের দাপট চলছেই। শনিবার রাতে ঘরের মাঠে ম্যাচ জিতে শীর্ষে ল্যাম্পর্ডের দল। অন্য দিকে ঘরের মাঠে দাপুটে জয় গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির। অ্যাওয়ে ম্যাচে বড় জয় তুলে নিয়েছে  ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও (Manchester United)।

ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিল চেলসি(Chelsea)। এদিন চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেও ২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সমর্থকদের সামনে পেয়ে যেনও নিজেদের উজাড় করে দেন জিরুডরা। প্রথম গোলটা তিনিই করলেন। প্রথমার্ধে ওই একটাই গোল। এরপর দ্বিতীয়ার্ধে ব্লুজদের হয়ে আরও দুটি গোল করলেন, জৌমা ও ক্রিস্টিয়ান। ঘরের মাঠে এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ২২ পয়েন্ট ল্যাম্পার্ডের দলের।

চেলসির জয়ের পাশাপাশি নিজেদের ঘরের মাঠে দপুটে জয় নিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City)। ২-০ গোলে তারা হারাল ফুলহ্যামকে। খেলা শুরুর ৫ মনিটের মাথায় সিটিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। ২৬ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন বেলজিয়ান মিডিও কেভিন ডি ব্রুইনে। কোচিং কেরিয়ারে  শনিবার ৭০০ তম ম্যাচ ছিল গুয়ার্দিওলার। স্পেশাল ম্যাচে ফুটবলার-রা তাঁকে জয় উপহার দিলেন। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে ম্যান সিটি।

আরও পড়ুন:পাঁচ ম্যাচ পর জয় রিয়ালের, হার বার্সেলোনার

চেলসি, ম্যান সিটি ছাড়াও শনিবার রাতে জয় তুলে নিল ইংলিশ ফুটবলের আরেক বড় দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। অ্যাওয়ে ম্যাচে তারা হারাল ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। ম্যাচের ফল ৩-১। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ওয়েস্টহ্যাম। দ্বিতীয়ার্ধে ঝড় তোলে রেড ডেভিলরা। ৬৫ থেকে ৭৮ মিনিটের মধ্যে  তিন গোল করে, তিন পয়েন্ট ঘরে তুলল তারা। গোল করলেন পোগবা, গ্রিনউড ও ব়্যাশফোর্ড। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট সোলসজায়ারের দলের।