জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং।
রবিবার যুবভারতীতে খিদিরপুরকে ৪-০ গোলে হারাল সাদা-কালো শিবির।
ম্যাচের দুই অর্ধে দুটো করে গোল করে মহমেডান।
প্রথমার্ধে সুজিত সাধু আর হীরা মন্ডলের গোলে এগিয়ে ছিল হোসে হেভিয়ার দল।
দ্বিতীয়ার্ধে মহমেডানের বড় জয় নিশ্চিত করে আদজা আর ঘানি আহমেদের গোল।
গ্রুপ লিগে মহমেডানের পরের ম্যাচ কালিঘাট এমএসের বিরুদ্ধে
মহমেডান-খিদিরপুর ম্যাচের সেরা হন হীরা মন্ডল। ছবি-মহমেডান স্পোর্টিং।