National Games: বাংলার অ্যাথলিটদের জন্য সুখবর, পদক জিতলেই চাকরি; বড় ঘোষণা রাজ্য সরকারের
Bengal Athlete: রাজ্য ক্রীড়া দফতরের বড় ঘোষণা। জাতীয় গেমসে পদক পেলেই চাকরি দেবে রাজ্য সরকার।
দীর্ঘ ৮ বছর পর সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। আর সব মিলিয়ে ৩৩ বার ভারত সেরা বাংলা। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরই বাংলা দলের ফুটবলারদের পুলিশের চাকরি দিয়েছে রাজ্য সরকার। নবান্নে সন্তোষজয়ী বাংলা টিমের ফুটবলার, কোচ ও টিমের সাপোর্ট স্টাফদের সংবর্ধনা দেওয়া হয়েছিল। রবি হাঁসদা, চাকু মান্ডিরা বাংলার মুখ উজ্জ্বল করায় চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এই খবরটিও পড়ুন
এ বার বাংলার অ্যাথলিটদের জন্যও বড় ঘোষণা। সেখানেই শেষ নয়। সঙ্গে থাকছে নগদ পুরস্কার। বাংলার কোনও অ্যাথলিট জাতীয় গেমসে সোনা জিতলে ৩ লক্ষ টাকা, রুপো পেলে ২ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পেলে ১ লাখ টাকা পুরস্কার পাবেন। রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, জাতীয় গেমসে সোনাজয়ীদের এসআই পদমর্যাদা, রুপো পেলে এএসআই আর ব্রোঞ্জ পেলে মিলবে কনস্টেবল পদমর্যাদার চাকরি। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই ঘোষণা বাংলার অ্যাথলিটদের মুখে হাসি ফোটাবে।