বলের পরে ব্যাট হাতেও নজর কাড়লেন রানা, ড্র টেস্ট

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সুপারফ্লপ মিতালি, হরমনপ্রীত কৌররা। ইংল্যান্ডের একলেস্টোনের বোলিং জাদুতে যখন ভারতের মিডল অর্ডার কুপোকাত। তখন ব্যাট হাতে রুখে দাঁড়ালেন স্নেহ রানা।

বলের পরে ব্যাট হাতেও নজর কাড়লেন রানা, ড্র টেস্ট
অনবদ্য লড়াই রানা ও তানিয়ার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2021 | 2:22 AM

ইংল্যান্ড প্রথম ইনিংস- ৩৯৬/৯  ডিক্লেয়ার (নাইট ৯৫, ডাঙ্কলে ৭৪*)

(রানা ৪/১৩১, দীপ্তি ৩/৬৫)

ভারত প্রথম ইনিংস- ২৩১ ( শেফালি ৯৬*, মান্ধানা ৭৮*)

(এক্লেস্টোন-৪/৮৮)

দ্বিতীয় ইনিংস- ৩৪৪/৮ ( রানা ৮০*, শেফালি ৬৩)

(এক্লেস্টোন- ৪/১১৮)

ব্রিস্টলঃ তৃতীয় দিনের ব্যর্থতা কাটিয়ে চতুর্থ দিনে ঘুরে দাঁড়ালেন ভারতীয় মহিলারা। স্নেহ রানা(SNEH RANA), দীপ্তি শর্মাদের(DEEPTI SHARMA) অনবদ্য লড়াইয়ে ইংল্যান্ডের(ENGLAND) বিরুদ্ধে টেস্ট ড্র করল ভারত(INDIA)। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৮ উইকেটে ৩৪৪। বোলিংয়ে পর ব্যাটেও নজর কাড়লেন স্নেহ রানা। ২৭ বছরের দেহরাদুনের এই ক্রিকেটারের ব্যাটিং সৌজন্যে টেস্টে হার বাঁচালেন মিতালিরা(MITHALI RAJ)।

তৃতীয় দিনে ভারতকে লড়াইয়ে রেখেছিল শেফালি ভার্মার চওড়া ব্যাট। অভিষেক টেস্টে পরপর দুটি ইনিংসে হাফ সেঞ্চুরি করে নজির গড়েন। চতুর্থ দিনের শুরুতেই ৬৩ রানে শেফালি প্যাভিলিয়নে ফেরার পর পুনম রাউতকে সঙ্গী করে ভারতের ইনিংস টানতে থাকেন দীপ্তি শর্মা। জুটিতে ৭২ রান করার পর ৫৪ রানে আউট হন দীপ্তি। এরপর ফের মিডল অর্ডারের ব্যর্থতা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সুপারফ্লপ মিতালি, হরমনপ্রীত কৌররা। ইংল্যান্ডের একলেস্টোনের বোলিং জাদুতে যখন ভারতের মিডল অর্ডার কুপোকাত। তখন ব্যাট হাতে রুখে দাঁড়ালেন স্নেহ রানা। কখনও শিখা পান্ডে কখনও বা পূজা ভাসত্রেকারের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রানা। তবে কোনও জুটিই জমছিল না।

অবশেষে নবম উইকেটে তানিয়া ভাটিয়াকে নিয়ে দুরন্ত লড়াই স্নেহ রানার। ১০৪ রান যোগ করে এই জুটি। তানিয়া-রানার জুটির উপর ভর করেই ব্রিস্টল টেস্টে ড্র করে ভারত। ৮০ রানে অপরাজিত থাকেন রানা। অন্যদিকে ৪৪ রানে অপরাজিত তানিয়া ভাটিয়া। বল হাতে এদিন নজর কাড়ে এক্লেস্টোন। ১১৮ রানে ৪ উইকেট নেন ইংল্যান্ডের এই বাঁহাতি বোলার।