IND Vs ENG : চোটে নেই শার্দূল, দলে ইশান্ত?

শার্দূলের চোটে নতুন করে চিন্তা বাড়ল থিঙ্ক ট্যাঙ্কের। সামি, বুমরা, সিরাজের সঙ্গে চতু্র্থ পেসার হিসেবে খেলতে পারেন ইশান্ত শর্মা (Ishant Sharma)। তা নাহলে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও (Ravichandran Ashwin) খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। ইশান্ত (Ishant Sharma) না অশ্বিন (Ravichandran Ashwin), এগারো জনের দলে কে ঠাঁই করে নেবেন তা চূড়ান্ত হবে ম্যাচের দিনই।

IND Vs ENG : চোটে নেই শার্দূল, দলে ইশান্ত?
India Vs England: চোটে নেই শার্দূল, ভাবনায় ইশান্ত। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 8:01 PM

লর্ডস: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই শার্দূল ঠাকুর (Shardul Thakur)। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য লর্ডস টেস্ট (Lords Test) থেকে ছিটকে গেলেন ডান হাতি পেসার। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে শার্দূলের। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেও তৃতীয় টেস্টে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাদাবী ভারত অধিনায়ক। লর্ডস টেস্ট শেষ হওয়ার ৯ দিন পর শুরু লিডস টেস্ট (Leeds Test)। বিরাট (Virat Kohli) আশাবাদী, তার মধ্যে সুস্থ হয়ে উঠবেন শার্দূল।

শার্দূলের (Shardul Thakur) বদলি কে? তা ম্যাচের দিন সকালেই ঠিক করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian Cricket Team)। প্রথম টেস্ট শেষের পরই কোহলি (Virat Kohli) বলেছিলেন, ইংল্যান্ড সফরে চার পেসারেই খেলবে ভারত (Indian Cricket Team)। শার্দূলের চোটে নতুন করে চিন্তা বাড়ল থিঙ্ক ট্যাঙ্কের। সামি, বুমরা, সিরাজের সঙ্গে চতু্র্থ পেসার হিসেবে খেলতে পারেন ইশান্ত শর্মা (Ishant Sharma)। তা নাহলে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও (Ravichandran Ashwin) খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। ইশান্ত (Ishant Sharma) না অশ্বিন (Ravichandran Ashwin), এগারো জনের দলে কে ঠাঁই করে নেবেন তা চূড়ান্ত হবে ম্যাচের দিনই।

আরও পড়ুন: IPL 2021 : পাক সিরিজ না খেলে আইপিএল! ক্ষুব্ধ ইনজামাম

এ দিকে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দলে ফিরছেন মঈন আলি। তাঁকে নিয়ে বাড়তি সতর্ক কোহলিরা। স্লো ওভাররেটের (Slow Over rate) জন্য ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই ২ পয়েন্ট করে কাটে আইসিসি (ICC)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) আসরে এই পয়েন্ট গুলো অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই আইসিসি (ICC) পয়েন্ট কাটায় চটেছেন কোহলি। তিনি বলেন, ‘মাত্র ২ ওভার কম হওয়ার জন্য যদি ২ পয়েন্ট কাটা যায়, তাহলে কিছু বলার নেই। আমাদের সতর্ক থাকতে হবে।’