SHAKIB AL HASAN : ১ নম্বরে শাকিব

 জিম্বাবোয়ে সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন শাকিব। ব্যাট হাতে ১৪৫ রান করা ছাড়াও শাকিবের ঝুলিতে ছিল ৮টি উইকেট। টি২০ সিরিজে পেয়েছেন ৩টি উইকেটও।

SHAKIB AL HASAN :  ১ নম্বরে শাকিব
পয়লা নম্বরে শাকিব
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 8:03 PM

ঢাকাঃ ঘরের মাঠে টি২০ সিরিজে বাংলাদেশকে ৪-১ ফলে সিরিজে হারিয়ে আইসিসির এ মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন শাকিব আল হাসান। তবে এই পুরস্কার অস্ট্রেলিয়ার জন্য। শাকিবের এই পুরস্কার জুটেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরম্যান্সের জন্য।মিচেল মার্শ ও হেডেন ওয়াশ জুনিয়রকে টপকে এই পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

জিম্বাবোয়ে সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন শাকিব। ব্যাট হাতে ১৪৫ রান করা ছাড়াও শাকিবের ঝুলিতে ছিল ৮টি উইকেট। টি২০ সিরিজে পেয়েছেন ৩টি উইকেটও। সেই সিরিজেই জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্ট ম্য়াাচ খেলে শাকিব। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পান শাকিব। টেস্ট জেতে বাংলাদেশ।তারপর ঘরের মাঠে অজি বধ।

জুলাই মাস কার্যত স্বপ্নের মত গিয়েছে বাংলাদেশ দলের। শাকিব আল হাসানেরও। আর সিরিজ জয়ের পর এই পুরস্কার পেয়ে আপ্লুত অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। শাকিব জানিয়েছেন, তাঁর পুরস্কার পাওয়ার থেকেও তিনি বেশি খুশি হন দল জিতলে। আর এবার পরপর সিরিজ জয়ের ফলে শাকিবের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়েছে।