India vs England 3rd Test, Day 2 LIVE Score: মোতেরায় পিঙ্ক টেস্টে জয় ভারতের

| Updated on: Mar 03, 2021 | 6:32 PM

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 3rd Test, Day 2 LIVE Score: মোতেরায় পিঙ্ক টেস্টে জয় ভারতের
মোতেরায় পিঙ্ক টেস্টে জয় ভারতের

নবনির্মিত মোতেরায় দুরন্ত জয় ভারতের। ২ দিনেরও কম সময়ে শেষ পিঙ্ক বল টেস্ট। দ্বিতীয় দিন পড়ল মোট ১৭টি উইকেট। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৪৫ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড শেষ ৮১ রানে। ৪৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজে বিরাটের দল এগিয়ে গেল ২-১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে এক নম্বরে কোহলির ভারত।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Feb 2021 07:53 PM (IST)

    মোতেরায় পিঙ্ক টেস্টে জয় ভারতের

    ভারত ১০ উইকেটে হারাল ইংল্যান্ডকে।

  • 25 Feb 2021 07:34 PM (IST)

    ডিনার বিরতির পর ভারতের খেলা শুরু

    ভারতের স্কোর বিনা উইকেটে ১৫।

  • 25 Feb 2021 06:37 PM (IST)

    ৮১ রানে অল আউট ইংল্যান্ড

    ওয়াশিংটন সুন্দরের বলে আউট জেমস অ্যান্ডারসন।

  • 25 Feb 2021 06:30 PM (IST)

    অশ্বিনের বলে ফিরলেন লিচ

    জ্যাক লিচের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সহ অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন লিচ।

  • 25 Feb 2021 06:25 PM (IST)

    ফের উইকেট পতন ইংল্যান্ডের

    অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হলেন বেন ফোকস।

  • 25 Feb 2021 06:06 PM (IST)

    অশ্বিন ফেরালেন আর্চারকে

    ৪০০ তম টেস্ট উইকেট অশ্বিনের।

  • 25 Feb 2021 05:59 PM (IST)

    পোপের উইকেট হারাল ইংল্যান্ড

    রবিচন্দ্রন অশ্বিনের বল আউট অলি পোপ। ১২ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 25 Feb 2021 05:46 PM (IST)

    ফের অক্ষরের শিকার রুট

    অক্ষর প্যাটেল তুলে নিলেন ইংল্যান্ড অধিনায়কের উইকেট।

  • 25 Feb 2021 05:38 PM (IST)

    স্টোকসকে ফেরালেন অশ্বিন

    ফের উইকেট পতন ইংল্যান্ডের। বেন স্টোকসের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 25 Feb 2021 05:06 PM (IST)

    ওপেনার সিবলির উইকেট তুলে নিলেন অক্ষর

    অক্ষর প্যাটেলের বলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে বসলেন ডম সিবলি। ৭ রান করে ফিরলেন তিনি।

  • 25 Feb 2021 04:36 PM (IST)

    বেয়ারস্টোকে ফেরালেন অক্ষর

    তৃতীয় বলে জনি বেয়ারস্টোকে ফেরালেন অক্ষর প্যাটেল।

  • 25 Feb 2021 04:32 PM (IST)

    ওপেনার ক্রোলেকে ফেরালেন অক্ষর

    ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল।

  • 25 Feb 2021 04:10 PM (IST)

    ১৪৫ রানে অল আউট ভারত

    জশপ্রীত বুমরার উইকেট তুলে নিলেন জো রুট।

  • 25 Feb 2021 03:49 PM (IST)

    অশ্বিনের উইকেট তুলে নিলেন রুট

    রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নিলেন জো রুট। ১৭ রান করে ফিরলেন তিনি।

  • 25 Feb 2021 03:30 PM (IST)

    অক্ষরকে ফেরালেন ইংল্যান্ড অধিনায়ক

    জো রুটের বলে সিবলিকে ক্যাচ দিয়ে বসলেন অক্ষর প্যাটেল। কোনও রান করেই মাঠ ছাড়লেন তিনি।

  • 25 Feb 2021 03:26 PM (IST)

    সুন্দরের উইকেট হারাল ভারত

    ওয়াশিংটন সুন্দরকে ফেরালেন জো রুট। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 25 Feb 2021 03:11 PM (IST)

    রুট ফেরালেন পন্থকে

    ইংল্যান্ড অধিনায়ক বল হাতে নিয়েই তুলে নিলেন ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ উইকেট।

  • 25 Feb 2021 03:05 PM (IST)

    লিচের বলে আউট রোহিত

    ৬৬ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন রোহিত শর্মা। লিচের বলে এলবিডব্লিউ হলেন হিটম্যান।

  • 25 Feb 2021 02:53 PM (IST)

    লিচের বলে আউট ভারতের সহ অধিনায়ক

    লিচের বলে এলবিডব্লিউ হলেন অজিঙ্কা রাহানে। মাত্র ৭ রান করেই ফিরে গেলেন তিনি।

  • 25 Feb 2021 02:46 PM (IST)

    মোতেরায় লিড নিল ভারত

    ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ১১২ রানে। দ্বিতীয় দিনের শুরুতেই মোতেরায় লিড নিল ভারত।

  • 24 Feb 2021 10:01 PM (IST)

    ক্রিজে রোহিত-অজিঙ্ক

    ক্রিজে রোহিত-অজিঙ্ক। ভারতের স্কোর ৩ উইকেটে ৯৯।

     

  • 24 Feb 2021 09:57 PM (IST)

    বিরাটের উইকেট হারাল ভারত

    জ্যাক লিচের বলে আউট ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২৭ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 24 Feb 2021 09:21 PM (IST)

    মোতেরায় হাফ সেঞ্চুরি রোহিত শর্মার

    ৬২ বলে ৫০। টেস্ট ক্রিকেটে আরও একটা হাফ সেঞ্চুরি হিটম্যান রোহিতের।

  • 24 Feb 2021 08:31 PM (IST)

    লিচের বলে আউট পূজারা

    জ্যাক লিচের বলে কোনও রান না করেই ফিরলেন চেতেশ্বর পূজারা।

  • 24 Feb 2021 08:27 PM (IST)

    ওপেনার গিলকে ফেরালেন আর্চার

    ১১ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন শুভমন গিল।

  • 24 Feb 2021 06:28 PM (IST)

    ভারতের খেলা শুরু

    মাঠে নামলেন রোহিত-শুভমন।

  • 24 Feb 2021 06:17 PM (IST)

    ১১২ রানে অলআউট ইংল্যান্ড

    বেন ফোকসকে ফেরালেন অক্ষর প্যাটেল। ১১২ রানে অলআউট ইংল্যান্ড।

  • 24 Feb 2021 06:05 PM (IST)

    ব্রডকে ফেরালেন অক্ষর

    ফের উইকেট পতন ইংল্যান্ডের। স্টুয়ার্ট ব্রডকে ফেরালেন অক্ষর প্যাটেল। সুইপ মারতে গিয়ে বুমরাকে ক্যাচ দিয়ে বসলেন ব্রড।

  • 24 Feb 2021 05:35 PM (IST)

    ১০০ রান পূর্ণ ইংল্যান্ডের

    ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১০০।

  • 24 Feb 2021 05:32 PM (IST)

    লিচের উইকেট হারাল ইংল্যান্ড

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হলেন জ্যাক লিচ। ৩ রান করার পর পূজারাকে ক্যাচ দিয়ে বসলেন লিচ।

  • 24 Feb 2021 05:18 PM (IST)

    আর্চারকে ফেরালেন অক্ষর

    জোফ্রা আর্চারের উইকেট হারাল ইংল্যান্ড। ১১ রান করে ফিরলেন তিনি।

  • 24 Feb 2021 05:02 PM (IST)

    বেন স্টোকসের উইকেট হারাল ইংল্যান্ড

    অক্ষর প্যাটেলের বলে এবিডব্লিউ হলেন বেন স্টোকস। ৬ রান করে ফিরলেন তিনি।

  • 24 Feb 2021 05:02 PM (IST)

    অলি পোপকে ফেরালেন অশ্বিন

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হলেন অলি পোপ। ১ রান করে ফিরলেন তিনি।

  • 24 Feb 2021 04:32 PM (IST)

    তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ

    ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮১।

  • 24 Feb 2021 04:24 PM (IST)

    ক্রোলের উইকেট হারাল ইংল্যান্ড

    অক্ষরের বলে ফিরলেন জাক ক্রোলে। চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড।

  • 24 Feb 2021 04:11 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল ইংল্যান্ড

    রবিচন্দ্রন অশ্বিন ফেরালেন জো রুটকে। ১৭ রান করে ফিরলেন তিনি।

  • 24 Feb 2021 03:59 PM (IST)

    মোতেরায় জাক ক্রোলের অর্ধশতরান

    টেস্ট কেরিয়ারের চতুর্থ অর্ধশতরান জাক ক্রোলের।  ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৬৭।

  • 24 Feb 2021 03:08 PM (IST)

    বেয়ারস্টোকে ফেরালেন অক্ষর

    জনি বেয়ারস্টোকে ফেরালেন অক্ষর প্যাটেল। কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 24 Feb 2021 03:02 PM (IST)

    ৫ ওভারে ইংল্যান্ড ১/১৮

    ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৮।

  • 24 Feb 2021 02:45 PM (IST)

    ওপেনার সিবলিকে ফেরালেন ইশান্ত

    ইশান্ত শর্মা ফেরালেন ইংল্যান্ডের ওপেনার ডম সিবলিকে। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 24 Feb 2021 02:25 PM (IST)

    মোতেরায় দুই দলের প্রথম একাদশের চমক

    মোতেরায় ভারতীয় দলে দুই বদল। প্রথম একাদশে ফিরলেন ওয়াশিংটন সুন্দর ও জশপ্রীত বুমরা।

    মোতেরায় ইংল্যান্ড দলে চার বদল। প্রথম একাদশে ফিরলেন জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, জাক ক্রোলে এবং জনি বেয়ারস্টো।

  • 24 Feb 2021 02:10 PM (IST)

    টসে জিতে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

Published On - Feb 25,2021 7:57 PM

Follow Us: