India Vs England: করোনা আতঙ্ক কাটিয়ে অনুশীলনে কোহলিরা
এ সবের মাঝেই ডারহামে গা ঘামালেন বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। জগিংয়ের পাশাপাশি ফুটবল খেলেন কোহলিরা (Virat Kohli)। ফিল্ডিং অনুশীলনও করেন ক্রিকেটাররা। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় কোহলি-রোহিতদের। ফিল্ডিং কোচ অর শ্রীধরের (R Sridhar) জন্মদিন সেলিব্রেশন করেন ক্রিকেটাররা।
ডারহাম: করোনা (Coronavirus) আতঙ্ক কাটিয়ে অনুশীলনে নামল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অগাস্টের ৪ তারিখ থেকে ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। তার আগেই ঋষভ পন্থ (Rishabh Pant) আর থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানির (Dayanand Garani) কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। দয়ানন্দের সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন উইকেটকিপার (Wicketkeeper) ঋদ্ধিমান সাহাও (Wriddhiman Saha)।
Strength and mobility session for #TeamIndia as we regroup in Durham with preparations underway for the #ENGvIND Test series ? ?
P.S. Snippets from @coach_rsridhar‘s birthday celebrations ? ? pic.twitter.com/bQX17ZUF1u
— BCCI (@BCCI) July 17, 2021
এ সবের মাঝেই ডারহামে গা ঘামালেন বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। জগিংয়ের পাশাপাশি ফুটবল খেলেন কোহলিরা (Virat Kohli)। ফিল্ডিং অনুশীলনও করেন ক্রিকেটাররা। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় কোহলি-রোহিতদের। ফিল্ডিং কোচ অর শ্রীধরের (R Sridhar) জন্মদিন সেলিব্রেশন করেন ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। কাউন্টির সেরা একাদশের বিরুদ্ধে মঙ্গলবার থেকে চেস্টার লি স্ট্রিটে প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: অলিম্পিক তাঁর কেরিয়ারের মোড় ঘোরাতে পারে, আশাবাদী সুমিত নাগাল
Happy birthday @coach_rsridhar!
You won’t need the sunscreen today. ??? pic.twitter.com/4PKrYTTlBW
— BCCI (@BCCI) July 16, 2021
আপাতত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে ঋষভ পন্থ, দয়ানন্দ গরানিদের। প্রস্তুতি ম্যাচে পন্থকে না পাওয়া গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই খেলতে পারবেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও নতুন উদ্যমে ইংল্যান্ড সিরিজে মাঠে নামতে চান কোহলি-রাহানেরা।