জোড়া রেকর্ডের সামনে ক্যাপ্টেন কোহলি
ঘরের মাটিতে ৩৭০৩ রান রয়েছে কোহলির। আর ২৩ রান করলেই বেঙ্গসরকারকে টপকে ভারতের মাটিতে সর্বোচ্চ ষষ্ঠ টেস্ট রানের মালিক হবেন তিনি
আমেদাবাদ: নয়া নজিরের সামনে বিরাট কোহলি। ধোনিকে টপকে ভারতের মাটিতে সফলতম অধিনায়ক হওয়ার হাতছানি কিং কোহলির সামনে। মোতেরায় পিঙ্ক টেস্ট জিতলেই নয়া রেকর্ডের মালিক হবেন বিরাট। চিপকে আগের টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ধোনিকে ছুঁয়েছেন কোহলি। দু’জনেই অধিনায়ক হিসাবে ভারতের মাটিতে ২১টা করে টেস্ট জিতেছেন ।
ইডেনে দেশের মাটিতে প্রথম গোলাপি টেস্টে বাজিমাত করেছিল কোহলির ভারত। মোতেরায় সেই ট্র্যাডিশান যদি অব্যাহত থাকে, তাহলে ভারতের মাটিতে সফলতম অধিনায়ক হবেন বিরাট। অধিনাক হিসাবে ২২টা টেস্ট জিতবেন তিনি।
আরও পড়ুন:চণ্ডীগড়ের কাছে হেরে চাপে বাংলা
একইসঙ্গে মোতেরায় দিলীপ বেঙ্গসরকারকেও ছাপিয়ে যাওয়ার সুযোগ বিরাটের সামনে। ঘরের মাটিতে ৩৭০৩ রান রয়েছে কোহলির। আর ২৩ রান করলেই বেঙ্গসরকারকে টপকে ভারতের মাটিতে সর্বোচ্চ ষষ্ঠ টেস্ট রানের মালিক হবেন তিনি। ১২ রান করলে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০০ রানের মালিক হয়ে যাবেন ভারত অধিনায়ক। ফলে ঠিকঠাক চললে মোতেরার পিঙ্ক টেস্ট স্মরণীয় হয়ে উঠতে পারে কোহলির কাছে।