PR Sreejesh: ব্রোঞ্জ পদকটা ওর… ম্যাজিশিয়ান শ্রীজেশকে নিয়ে আবেগপ্রবণ হরমনপ্রীত-মনপ্রীতরা
India Won Bronze Hockey in Paris 2024: স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীজেশরা। মিউনিখ ও মেক্সিকো অলিম্পিকে পর টোকিও এবং প্যারিসে ব্যাক টু ব্যাক পদক পেল ভারতীয় পুরুষ হকি টিম। এই ব্রোঞ্জ পদক হরমনপ্রীত-মনপ্রীতরা উৎসর্গ করছেন টিমের সিনিয়র গোলকিপার শ্রীজেশকে।
কলকাতা: পিআর শ্রীজেশকে (PR Sreejesh) সোনার পদক দিতে পারলে বেশি খুশি হতাম… ঠিক এ কথাই বলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। সেমিফাইনালে না হারলে এ বার যে গতিতে ভারতীয় পুরুষ হকি টিম এগোচ্ছিল, তাতে হয়তো সোনাই লেখা ছিল শ্রীজেশদের ভাগ্যে। কিন্তু ফাইনালের টিকিট হাতছাড়া হয় হরমনপ্রীতদের। অলিম্পিক থেকে হকিতে এই নিয়ে ১৩তম পদক এল। এর আগে পুরুষদের হকিতে ভারত ৮টি সোনা ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছিল। এ বার তাতে আরও একটি ব্রোঞ্জ যোগ হল। স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীজেশরা। মিউনিখ ও মেক্সিকো অলিম্পিকেj পর টোকিও এবং প্যারিসে ব্যাক টু ব্যাক পদক পেল ভারতীয় পুরুষ হকি টিম। এই ব্রোঞ্জ পদক হরমনপ্রীত-মনপ্রীতরা উৎসর্গ করছেন টিমের সিনিয়র গোলকিপার শ্রীজেশকে।
ব্রোঞ্জ পদক পাওয়ার পর জিও সিনেমাকে ভারতীয় হকি টিমের অধিনায়ক হরমনপ্রীত সিং জানান, এই ম্যাচটা এবং ব্রোঞ্জ জয়ের মুহূর্তটা শ্রীজেশের জন্য ভীষণ আবেগপ্রবণ। তিনি বলেন, ‘আমাদের টিমে এমন কিছু প্লেয়ার অনেকদিন ধরেই রয়েছে। তেমনই প্লেয়ার শ্রীজেশ। দীর্ঘদিন আমাদের সঙ্গে রয়েছেন তিনি। তাঁর এটা আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। একটা আবেগপ্রবণ মুহূর্ত। ভারতের জন্য এত লম্বা সময় ধরে খেলাটা দারুণ ব্যাপার।’
হরমনপ্রীতের পাশাপাশি ভারতীয় হকি তারকা মনপ্রীত সিং বলেন, ‘এই ব্রোঞ্জ পদক পিআর শ্রীজেশকে উৎসর্গ করছি। আমরা ১৩ বছর একসঙ্গে খেলেছি। এই জয় ও ব্রোঞ্জ পদক তাই আমরা ওকেই দিচ্ছি। আমরা এই নিয়ে দ্বিতীয় বার ব্রোঞ্জ পদক পেলাম। আমরা সেমিফাইনালে না হারলে সোনার পদকও পেতে পারতাম। ভারত থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য সকলকে ধন্যবাদ।’