Youth Olympic Games: শীতকালীন যুব অলিম্পিকে ভারতের একমাত্র প্রতিনিধি হিমাচলের সাহিল, লড়বেন কোন প্রতিযোগিতায়?
Sahil Thakur: ১৬ বছর বয়সী সাহিল ঠাকুর শীতকালীন চতুর্থ যুব অলিম্পিকে অ্যালপাইন স্কি ইভেন্টে পারফর্ম করবেন। এই ইভেন্ট শুরু হবে ২১ জানুয়ারি। তা চলবে ২৬ জানুয়ারি অবধি। সাহিল ঠাকুর তৃতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে শীতকালীন যুব অলিম্পিকে অংশ নিতে চলেছেন। এর আগে ২০১২ সালে অস্ট্রিয়ায় হওয়া শীতকালীন যুব অলিম্পিকের প্রথম সংস্করণে আঁচল ঠাকুর অংশ নিয়েছিলেন।
কলকাতা: একুশে টোকিও অলিম্পিকে সোনার ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। তারপর থেকে জ্যাভলিন নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের আগ্রহ বেড়েছিল। ভারতের একাধিক ক্রীড়াবিদ এমন অনেক খেলার সঙ্গে যুক্ত, যে খেলাগুলি সম্পর্কে অনেকেই খোঁজ রাখেন না। এ বার শীতকালীন যুব অলিম্পিকে (Youth Olympic Games) পারফর্ম করতে দেখা যাবে হিমাচলের সাহিল ঠাকুরকে (Sahil Thakur)। উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশে বসেছে শীতকালীন যুব অলিম্পিকের আসর। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে সাহিল সেখানে পারফর্ম করবেন। কোন প্রতিযোগিতায় দেখা যাবে তাঁকে?
১৬ বছর বয়সী সাহিল ঠাকুর শীতকালীন চতুর্থ যুব অলিম্পিকে অ্যালপাইন স্কি ইভেন্টে পারফর্ম করবেন। এই ইভেন্ট শুরু হবে ২১ জানুয়ারি। তা চলবে ২৬ জানুয়ারি অবধি। সাহিল ঠাকুর তৃতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে শীতকালীন যুব অলিম্পিকে অংশ নিতে চলেছেন। এর আগে ২০১২ সালে অস্ট্রিয়ায় হওয়া শীতকালীন যুব অলিম্পিকের প্রথম সংস্করণে আঁচল ঠাকুর অংশ নিয়েছিলেন। তিনি মেয়েদের slalom এবং জায়ান্ট slalom আলপ্যাইন স্কি ইভেন্টে পারফর্ম করেছিলেন। ২০১৬ সালে ভারতের সৌরভ সুইৎজারল্যান্ডের লুসানে সুপার-জি এবং জায়ান্ট slalom, slalom এবং কম্বাইন্ডে পারফর্ম করেছিলেন।
ভারতীয় কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রা তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে, শীতকালীন যুব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে সাহিল ঠাকুরের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এবং তাঁকে শুভকামনা জানিয়েছেন।
At the #Gangwon2024 Opening Ceremony, witnessing the pride and excitement of young Sahil Thakur, India’s sole representative, is truly heartening. His presence, carrying the Indian flag, symbolizes the growing interest and potential in winter sports back home. As he gets ready… pic.twitter.com/nzqWkkrwRM
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) January 19, 2024
গ্যাংওয়ানের শীতকালীন যুব অলিম্পিকে ১৯০০ অ্যাথলিট অংশগ্রহণ করেছে। ৮০টি রাজ্য থেকে পুরুষ ও মহিলা অ্যাথলিটরা এতে পারফর্ম করবেন। রয়েছে ১৫টি ইভেন্ট। আজ, ১৯ জানুয়ারি শীতকালীন যুব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সমাপ্তি অনুষ্ঠান হবে ১ ফেব্রুয়ারি।
𝗪𝗶𝗻𝘁𝗲𝗿 𝗬𝗼𝘂𝘁𝗵 𝗢𝗹𝘆𝗺𝗽𝗶𝗰𝘀 𝗶𝘀 𝗵𝗲𝗿𝗲! 🤩
Sahil Thakur will become the third Indian athlete to feature at the Winter Youth Olympics. Here’s everything you need to know about the youngster’s event at Gangwon 2024. ⛷️#Gangwon2024 | @WeAreTeamIndia
— Olympic Khel (@OlympicKhel) January 19, 2024