আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান মিতালির

বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি (Mithali Raj), যিনি নিজের কেরিয়ারে ১০ হাজার রান পূর্ণ করলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান মিতালির
আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান মিতালির
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2021 | 3:37 PM

লখনউ: ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে অনবদ্য নজির গড়লেন মিতালি রাজ (Mithali Raj)। আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান মিতালির রেকর্ড বুকে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে এই মাইলস্টোন গড়লেন ভারতীয় প্রমিলা ব্রিগেডের নেত্রী।

মিতালির অনবদ্য রেকর্ডের পর টুইটারে শুভেচ্ছা বার্তা বয়েই চলেছে। বিসিসিআই-এর তরফে টুইট করা হয়, “অসাধারণ চ্যাম্পিয়ন ক্রিকেটার। প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।” টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি, যিনি নিজের কেরিয়ারে ১০ হাজার রান পূর্ণ করলেন। ৩৮ বছরের মিতালি ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডকে ছুঁয়ে ফেললেন। মিতালি তাঁর কেরিয়ারে ১০টি টেস্টে করেছেন ৬৬৩ রান। ২১২টি একদিনের তাঁর রান ম্যাচে ৬৯৭৮, এবং ৮৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মোট ২৩৬৪ রান এসেছে মিতালির ব্যাট থেকে। তিনটি ফরম্যাট মিলিয়ে মিতালি মোট দশ হাজার রান করার নজির গড়লেন।