IPL 2021: সতীর্থরা ঘরে ফেরার পরই বাড়ি যাবেন ধোনি
সব ক্রিকেটাররা তাঁদের ঘরে ফিরলে, তবেই হোটেল রুম ছেড়ে বেরোবেন ধোনি। এমনই সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন কুল।
নয়াদিল্লি: টাইটানিক ছবির সেই দৃশ্যটা মনে পড়ে? যতক্ষণ পর্যন্ত না জাহাজ ছেড়ে সবাই বেরোচ্ছেন, ততক্ষণ পর্যন্ত নিজের কেবিনেই আটকে জাহাজের ক্যাপ্টেন। প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ। ক্যাপ্টেনরা তো এরকমই হন। বিপদের সময় দলের রক্ষাকবচ হয়ে ওঠেন। মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) যেন তেমনই এক চরিত্র। করোনার গ্রাসে দেশ। মাঝপথেই আইপিএল (IPL) স্থগিত হয়ে গিয়েছে। সব ক্রিকেটারদের ঘরে ফেরার পালা। বিদেশিদের দেশে পাঠানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিমান যোগাযোগ বন্ধ। সংকটকালীন অবস্থা। তার মাঝেও বিদেশিদেরকে সুরক্ষিত ভাবে ফেরত পাঠাতে বাড়তি দায়িত্ব নিয়েছে বিসিসিআই (BCCI)। দেশীয় ক্রিকেটাররা একে একে ঘরে ফিরছেন। তবে এখনও দিল্লির হোটেল রুমে বন্দি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সব ক্রিকেটাররা তাঁদের ঘরে ফিরলে, তবেই হোটেল রুম ছেড়ে বেরোবেন ধোনি। এমনই সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন কুল। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দেশে ফিরতে মুসকিলে পড়তে হচ্ছে। ভারতের সঙ্গে ১৫মে পর্যন্ত সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচিং স্টাফদের মালদ্বীপ আর শ্রীলঙ্কায় পাঠাচ্ছে বিসিসিআই। সেখান থেকে দেশে ফেরার বিমান ধরবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা। দলের ভার্চুয়াল মিটিংয়ে ধোনি বলেছেন, ‘বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সবার আগে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। ওরা সুরক্ষিত ভাবে নিজেদের দেশে ফেরার পর আমরা নিজেদের বাড়ি ফিরব।’
আরও পড়ুন: IPL 2021: আইপিএলের বাকি ম্যাচগুলি কোথায় হবে?
ভারতীয় সেনার সাম্মানিক পদে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯ বিশ্বকাপের পর ভারতীয় সেনার প্যারাশুট রেজিমেন্টে ১ মাসেরও বেশি সময় কাটান। কিপিং গ্লাভসে সেনার বলিদান প্রতীক চিহ্ন পরে খেলেন বিশ্বকাপে। যা নিয়ে বিস্তর চর্চা হয়। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের মানসিকতা বাকি সবার চেয়ে অনেক আলাদা। তাই তো করোনাকালে এই সমূহ বিপদের সময়ও সতীর্থ, সাপোর্ট স্টাফেরা সুরক্ষিত ভাবে নিজেদের ঘরে ফেরার পরই হোটেল রুম ছেড়ে বেরোবেন মহেন্দ্র সিং ধোনি।