কাল আইএসএলের এল ক্লাসিকো
ফতোরদায় কাল আইএসএলের ১ আর ২ নম্বর দলের লডা়ই।
গোয়া: সোমবার আইএসএলের মেগা দ্বৈরথ। মুখোমুখি এটিকে মোহনবাগান-মুম্বই সিটি এফসি। দুই দলের স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। চলতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছে দু’টি দল। মুম্বইকে হারিয়ে শীর্ষে ওঠার হাতছানি হাবাসের দলের সামনে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন হুগো ব্রোমাসরা। সমসংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ২ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান।
কার্ড সমস্যার জন্য রয় কৃষ্ণাদের বিরুদ্ধে আহমেদ জাহুকে পাবেন না সের্জিও লোবেরো। হুগো ব্রোমাস, সান্তানা, লে ফন্ড্রে সমৃদ্ধ মুম্বইয়ের আক্রমণভাগ অনেক শক্তিশালী। মুম্বইয়ের আক্রমণভাগের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের রক্ষণভাগের মূল টক্কর। যদিও এমনটা মানতে নারাজ সবুজ-মেরুন কোচ হাবাস। তাঁর মতে, ফুটবল খেলাটাই হচ্ছে আক্রমণভাগের সঙ্গে রক্ষণভাগের লড়াই। খাতায়-কলমে সোমবারের ম্যাচ ডার্বির চেয়েও অনেক কঠিন। হুগো ব্রোমাসদের আক্রমণাত্মক মনোভাবকেই সমীহ করছেন করছেন হাবাস। তাই মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে মগজাস্ত্রে শান দিচ্ছেন স্প্যানিশ কোচ।
The secret behind all those clean sheets and super saves is HARD WORK! ??#ATKMohunBagan #Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/V2Q6MlFT3Q
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 8, 2021
মুম্বইয়ের বিরুদ্ধে জাবি হার্নান্ডেজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী এটিকে মোহনবাগান কোচ। চোটমুক্ত হলেও ৯০ মিনিট খেলার মতো ফিট কিনা সেটা বুঝেই জাবিকে নিয়ে সিদ্ধান্ত নেবেন হাবাস। সের্জিও লোবেরোর দলকে টেক্কা দিতে এটিকে মোহনবাগানের ভরসা সেই রয় কৃষ্ণা। হাবাসের প্রাণভ্রোমরা চলতি আইএসএলেও নিজের ম্যাজিক দেখাচ্ছেন। গোলমেশিনের বুট ঝলসে উঠলে যে কোনও প্রতিপক্ষই অনায়াসে ঘায়েল হয়ে যায়। ডেভিড উইলিয়ামসকে বরং অনেকটা নিষ্প্রভ দেখাচ্ছে এ বছর। এটাই ভাবাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেডকে।
— Javi Hernandez (@javih89) January 10, 2021
আরও পড়ুন:অধিনায়ক ক্রণাল পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন দীপক হুডা
মুম্বইয়ের মাঝমাঠকে ভোঁতা করতে ঘুঁটি সাজিয়ে রাখছেন অ্যান্তোনিও হাবাস। অভিজ্ঞ কোচ জানেন লোবেরোর দলের সাপ্লাই লাইন কি ভাবে কাটতে হবে। নর্থ ইস্টের বিরুদ্ধে শুরু থেকে খেলেছিলেন শেখ সাহিল। মাঝমাঠে হাবাসকে আশ্বস্ত দিয়েছিলেন এই তরুণ বঙ্গতনয়। হেভিওয়েট মু্ম্বইকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠাই এখন পাখির চোখ হাবাসের।