Asian Games 2023, Golf: অল্পের জন্য হাতছাড়া সোনা, তবু ইতিহাসে ঢুকে পড়লেন অদিতি অশোক
রবিবার ব্যক্তিগত ইভেন্টের চতুর্থ রাউন্ডে সোনার অক্ষরে নাম লেখাতে পারলেন না অদিতি। তাতেও কৃতিত্ব কমবে না অদিতির। টোকিও গেমসে চতুর্থ হওয়া ভারতীয় গল্ফার ভারতের হয়ে ইতিহাসও তৈরি করলেন হানঝাউ গেমসে। প্রথম ভারতীয় মেয়ে গল্ফার হিসেবে জিতলেন এশিয়ান গেমস পদক।
হানঝাউ: প্রত্যাশা ছুঁয়েছিল আকাশ। তিনি নিজেও হয়তো সোনার স্বপ্নেই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হবেন না-ই বা কেন? শনিবার রীতিমতো চমকে দিয়েছিলেন অদিতি অশোক (Aditi Ashok)। তৃতীয় রাউন্ড শেষ করেছিলেন পয়েন্ট টেবলের শীর্ষে থেকে। কিন্তু রবিবার ব্যক্তিগত ইভেন্টের চতুর্থ রাউন্ডে সোনার অক্ষরে নাম লেখাতে পারলেন না অদিতি। তাতেও কৃতিত্ব কমবে না অদিতির। টোকিও গেমসে চতুর্থ হওয়া ভারতীয় গল্ফার ভারতের হয়ে ইতিহাসও তৈরি করলেন হানঝাউ গেমসে। প্রথম ভারতীয় মেয়ে গল্ফার হিসেবে জিতলেন এশিয়ান গেমস পদক। TV9Bangla Sports এ বিস্তারিত।
চতুর্থ দিন সকালটা একেবারেই ভালো শুরু করতে পারেননি অদিতি। তাইল্যান্ডের গল্ফার অপির্ছায়া ইওবোল যখন নিজেকে ফর্মে তুঙ্গে নিয়ে গিয়েছিলেন, অদিতি তখন মিস করেছেন একের পর এক স্ট্রোক। শীর্ষে থাকলেও ধীরে ধীরে দুইয়ে নেমে যান। সেখান থেকে আর কামব্যাক করতে পারেননি ভারতের মেয়ে। ১৭ আন্ডার পার-এ শেষ করেছেন অদিতি। শেষ দিকে দৃশ্যতই হতাশ দেখাচ্ছিল ভারতের মেয়েকে। তাইল্যান্ডের ইওবোল তার থেকে ২ স্ট্রোক আগে অর্থাৎ ১৯ আন্ডার পার-এ শেষ করে সোনা জিতেছেন। রুপো পাওয়ার পর অদিতি বলেছেন, ‘১৬তম হোল পর্যন্ত সব ঠিকই এগোচ্ছিল। কিন্তু যখন আমার একটা শট জলে গিয়ে পড়ে, আর ফিরে আসা সম্ভব ছিল না। সোনা জেতার স্বপ্ন নিয়েই সবাই এশিয়ান গেমসে আসে। আমি সেটা হারালাম।’
🥈1️⃣𝙨𝙩 𝙚𝙫𝙚𝙧 𝙄𝙣𝙙𝙞𝙖𝙣 𝙒𝙤𝙢𝙚𝙣 𝙂𝙤𝙡𝙛𝙚𝙧 𝙩𝙤 𝙬𝙞𝙣 𝙈𝙚𝙙𝙖𝙡 𝙖𝙩 𝘼𝙨𝙞𝙖𝙣 𝙂𝙖𝙢𝙚𝙨⛳
🇮🇳’s Golfer @aditigolf clinches a Silver medal in women’s individual event at the ongoing #AsianGames2022🫡
Her precise swings and unwavering focus have won her a coveted… pic.twitter.com/5JSqdHjZFi
— SAI Media (@Media_SAI) October 1, 2023
এশিয়ান গেমসের গল্ফ থেকে কিন্তু অদিতির আগেও এসেছে পদক। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে ব্যক্তিগত ইভেন্ট থেকে এসেছিল সোনা। দেশের মুখ উজ্জ্বল করেছিলেন লক্ষ্মণ সিং। ওই বছরই গল্ফের টিম ইভেন্টেও সোনা জিতেছিল ভারক। লক্ষ্মণের সোনা জেতার রেকর্ড ২০ বছর পর ছুঁয়েছিলেন শিব কাপুর। সে দিক থেকে দেখলে, ২০০২ সালের পর অর্থাৎ ২০ বছর এশিয়ান গেমসের গল্ফ থেকে আবার এল পদক। সোনা জিততে জিততে পাওয়া রুপো হয়তো তৃপ্তি দেবে না অদিতিকে। কিন্তু তরুণ গল্ফারদের স্বপ্ন দেখাবেই।