HS Prannoy: ঐতিহাসিক ফাইনালে নামার আগে বিরাট ধাক্কা ভারতের, চোটের কারণে ছিটকে গেলেন তারকা

Asian Games, Badminton: আজ, রবিবার দুপুরে চিনকে ফাইনালে হারাতে পারলে এই প্রথম ছেলেদের ব্যাডমিন্টন থেকে আসবে প্রথম সোনা। এশিয়ান গেমসের ইতিহাসে আজ পর্যন্ত পদকের ধারেকাছে পৌঁছতে পারেনি ভারত। সোনা যদি আসে ইতিহাস ঢুকে পড়বেন ভারতীয় শাটলাররা। লক্ষ্য-কিদাম্বির সঙ্গে এই স্বপ্ন দেখছে সারা দেশ। পুরো ভারতীয় টিমই দারুণ ছন্দে রয়েছে। কিন্তু সেই স্বপ্নপূরণ হবে তো?

HS Prannoy: ঐতিহাসিক ফাইনালে নামার আগে বিরাট ধাক্কা ভারতের, চোটের কারণে ছিটকে গেলেন তারকা
চোটের কারণে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের ফাইনালে খেলতে পারছেন না প্রণয়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 2:19 PM

হানঝাউ: কোরিয়ানদের হারিয়ে ইতিহাস তৈরি করে ফেলেছেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা। আজ, রবিবার দুপুরে চিনকে ফাইনালে হারাতে পারলে এই প্রথম ছেলেদের ব্যাডমিন্টন থেকে আসবে প্রথম সোনা। এশিয়ান গেমসের ইতিহাসে আজ পর্যন্ত পদকের ধারেকাছে পৌঁছতে পারেনি ভারত। সোনা যদি আসে ইতিহাস ঢুকে পড়বেন ভারতীয় শাটলাররা। লক্ষ্য-কিদাম্বির সঙ্গে এই স্বপ্ন দেখছে সারা দেশ। পুরো ভারতীয় টিমই দারুণ ছন্দে রয়েছে। কিন্তু সেই স্বপ্নপূরণ হবে তো? চিনের শাটলারদের বিরুদ্ধে টিম ইভেন্টে নামার আগে হঠাৎই আশঙ্কার কালোমেঘ ভারতীয় শিবিরে। ভারতীয় টিমের অন্যতম সেরা শাটলার খেলতে পারছেন না। তিনি কে? TV9Bangla Sports এ বিস্তারিত।

ফাইনালে নামার চার ঘণ্টা আগে হঠাৎ চাপে ভারতীয় দল। ফাইনালের কয়েক ঘণ্টা আগে টিমের তালিকা জমা করতে হয়। তাতে দেখা যাচ্ছে, এইচএস প্রণয় টিমে নেই। যা জানা যাচ্ছে, চোটের কারণে ফাইনালের টিম থেকে ছিটকে গিয়েছেন প্রণয়। প্রণয় সেমিফাইনালের প্রথম সিঙ্গলসে ভারতকে জয় এনে দিয়েছিলেন। তাঁর না থাকা মুশকিলে ফেলবে ভারতকে। বিশেষ করে চিনা শাটলারদের বিরুদ্ধে প্রণয়ের অভিজ্ঞতা টিমের কাজে লাগত। ফাইনালে নামার আগে প্রণয়ের চোট যে বিরাট ধাক্কা সন্দেহ নেই। তার থেকেই বড় কথা, মনোবলে প্রবল ধাক্কা লাগবে লক্ষ্যদের মতো তরুণদের। প্রণয়ের অভাব ঢাকার জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে কিদাম্বি ও লক্ষ্যকে। ভারত ফাইনালের যে তালিকা জমা করেছে, সেই মতো চিনাদের বিরুদ্ধে প্রথম সিঙ্গলস খেলবেন লক্ষ্য।

প্রণয়ের বদলে টিম ইভেন্টের শেষ সিঙ্গলস ম্যাচের জন্য় ফাইনালে দলে এসেছেন মঞ্জুনাথ মিথুন। এতেই শেষ নয়। টিমলিস্ট নিয়ে রয়েছে আরও ধোঁয়াশা। সেমিফাইনালে দ্বিতীয় ডাবলস ম্যাচে দক্ষিণ কোরিয়ান জুটির কাছে হেরেছিলেন অর্জুন-ধ্রুব জুটি। ফাইনালের লাইনআপে পরিষ্কার নয়, দ্বিতীয় ডাবলসে ধ্রুবের সঙ্গী কে হবেন। দ্বিতীয় ডাবলসের টিম থেকে বাদ পড়েছেন অর্জুন। কৃষ্ণ ও সাই প্রতীক, দু’জনেরই নাম দেওয়া হয়েছে। এঁদের কেউ একজন খেলবেন ধ্রুব কপিলের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে অর্থাৎ ডাবলসে চিরাগ-সাইরাজ খেলবেন। তৃতীয় ম্যাচ অর্থাৎ দ্বিতীয় সিঙ্গলসে খেলবেন কিদাম্বি শ্রীকান্ত।