Asian Games 2023, Hockey: পাকিস্তানকে গোলের মালা পরিয়েও আগ্রাসন থামাতে চাইছেন না হরমনপ্রীত!
শেষ চারে পৌঁছে গেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে ভাবছে ভারতীয় টিম। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীত কিন্তু বলে দিচ্ছেন, 'এশিয়ান গেমসে আসার আগে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা সেরা খেলাটাই তুলে ধরব।'
হানঝাউ: যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় হকি প্লেয়াররা। এশিয়ান গেমস (Asian Games 2023, Hockey) থেকে সোনা আর প্যারিস অলিম্পিকের টিকিট, দুইই জোগাড় করার লক্ষ্য নিয়ে এসেছেন হরমনপ্রীত সিং (Harmanpreet Singh), ললিত উপাধ্যায়রা। সেই টার্গেট থেকে যে ভারতীয় প্লেয়াররা বিন্দুমাত্র নড়বেন না, তা পরিষ্কার করে দিচ্ছেন একের পর এক ম্য়াচে। উজবেকিস্তান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬ গোল দিয়েছিল ভারত। গত বারের চ্য়াম্পিয়ন জাপানকে হারিয়েছে ৪-২। শনিবার রাতে ১০-২ গোল ভারতীয় টিম হারিয়েছে পাকিস্তানকে (India vs Pakistan)। হকির ইতিহাসে পাক টিমের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের। অভিষেক, বরুণদের দুরন্ত পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত ক্রীড়ামহল। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ প্রাপ্তির পর থেকে ভারতের হকি বদলে গিয়েছে। তাই যেন এ বারের এশিয়ান গেমসে প্রমাণ করছেন ভারতীয় হকি প্লেয়াররা। পাকিস্তানকে হারিয়ে কী বললেন ক্যাপ্টেন হরমনপ্রীত? TV9Bangla Sports এ বিস্তারিত।
সিঙ্গাপুর ম্য়াচে হ্যাটট্রিক পেয়েছিলেন হরমনপ্রীত। পাকিস্তানের বিরুদ্ধে ১০ গোলের চারটে করা তাঁরই। সব মিলিয়ে এশিয়ান গেমসে তিনি একাই করে ফেলেছেন ১০ গোল। সেই হরমনপ্রীত বলছেন, যে ছন্দে গেমস শুরু করেছে তাঁর টিম, তাই ধরে রাখবেন তাঁরা। ‘ভারত-পাকিস্তান সব সময় উত্তেজক ম্যাচ। মাঠে নামার সময় আমরা সেরাটা দেওয়ার লক্ষ্য রেখেছিলাম সামনে। শুরু আর শেষ যেন ভালো করতে পারি। এখনও বেশ কিছু জিনিস আমাদের ঠিক করতে হবে। তবে ম্যাচের দিকে তাকালে দেখবেন, পুরো টিম সেরাটা উজাড় করে দিয়েছে।’
ডিফেন্স নিয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে পেনাল্টি কর্নারের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা নিতে হবে হরমনপ্রীত সিং, অমিত রোহিদাসদের। ভারতের ক্যাপ্টেন বলেও দিচ্ছেন, ‘ডিফেন্স আগের থেকে অনেক ভালো পারফর্ম করছে। রক্ষণ নিয়ে আমরা অনেক কাজ করেছি, তার সুফল হাতেনাতে পাচ্ছি। কিন্তু পাকিস্তান ম্যাচে আমরা বেশ কিছু পেনাল্টি কর্নার দিয়েছি। এটা কিন্তু করা যাবে না। পরের ম্যাচে এটা মাথায় রেখেই নামব আমরা। ডিফেন্স আরও মজবুত রাখতে হবে।’
শেষ চারে পৌঁছে গেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে ভাবছে ভারতীয় টিম। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীত কিন্তু বলে দিচ্ছেন, ‘এশিয়ান গেমসে আসার আগে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা সেরা খেলাটাই তুলে ধরব। শুরু যে ভাবে করব, শেষটাও করব সে ভাবে। গ্রুপের শেষ ম্য়াচটাও এই পজিটিভ ভাবনা থেকেই খেলব। তারপর শুরু করব সেমিফাইনালের ভাবনা। একটা জিনিস মাথায় রেখেছি আমরা, কোনও ম্যাচই সহজ হবে না। তাই নিজেদের সেরাটা দিতেই হবে।’