Asian Games 2023, Athletics: চিনা অ্যাথলিটের জন্য নজিরবিহীন ঘটনা এশিয়ান গেমসে, বিতর্কের পর রুপো জ্যোতির

Hangzhou Asian Games Chaos: ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শেষ ইভেন্টে চরম নাটক। যার জেরে প্রায় ১৫ মিনিট পরে শুরু হল ১০০ মিটার হার্ডলস। রেস শেষ হওয়ার পরও অনেকক্ষণ জানা গেল না, কে আসলে জিতেছেন রুপো, ব্রোঞ্জ। এশিয়ান গেমসের মতো বড় আসরে এমন ছবি এর আগে কখনও দেখা গিয়েছে কিনা, প্রশ্ন তুলছেন সকলেই। যে অফিসিয়ালরা রেস পরিচালনা করছেন, তাঁরা কেন সম্প্রচারকারী চ্যানেলের ফুটেজ দেখে সিদ্ধান্ত নিলেন, তারও কোনও সঠিক উত্তর নেই।

Asian Games 2023, Athletics: চিনা অ্যাথলিটের জন্য নজিরবিহীন ঘটনা এশিয়ান গেমসে, বিতর্কের পর রুপো জ্যোতির
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 8:12 PM

হানঝাউ: রবিবার হানঝাউ এশিয়ান গেমসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শেষ ইভেন্টে চরম নাটক। যার জেরে প্রায় ১৫ মিনিট পরে শুরু হল ১০০ মিটার হার্ডলস। এতেই শেষ নয়, প্রতিবাদের জেরে নামতে দেওয়া হল না দুই অ্যাথলিটকে। রেস শেষ হওয়ার পরও অনেকক্ষণ জানা গেল না, কে আসলে জিতেছেন রুপো, ব্রোঞ্জ। এশিয়ান গেমসের মতো বড় আসরে এমন ছবি এর আগে কখনও দেখা গিয়েছে কিনা, প্রশ্ন তুলছেন সকলেই। যে অফিসিয়ালরা রেস পরিচালনা করছেন, তাঁরা কেন সম্প্রচারকারী চ্যানেলের ফুটেজ দেখে সিদ্ধান্ত নিলেন, তারও কোনও সঠিক উত্তর নেই। কেনই বা সঠিক রিপ্লে দেখার প্রয়োজন অনুভব করলেন না তাঁরা? তার থেকেই বড় কথা হল, অ্যাথলিটরা প্রতিবাদ করছেন দেখে তাঁদের নামার অনুমতিই বা দেওয়া হল কেন? এ সব প্রশ্নের কোনও উত্তরই নেই। চিনা অ্যাথলিট ঘটনার কেন্দ্রে বলেই রেস অফিসিয়ালরা নিয়মের তোয়াক্কা করলেন না? এই ঘটনার কেন্দ্রে রয়েছেন এক ভারতীয় অ্যাথলিটও! TV9Bangla Sportsএ বিস্তারিত।

রেসে কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। লিন জিতলেন রেস। রুপো পেলেন বিতর্কিত ইয়ানি। আর ব্রোঞ্জ পেলেন ভারতের জ্যোতি ইয়ারাজ্জি। তারপর তাঁদের দাঁড়িয়ে থাকতে হল দীর্ঘক্ষণ। অফিসিয়ালদের ফলাফলের জন্য। প্রায় ঘণ্টাখানেক পর জানানো হল, লিন সোনা জিতেছেন। ১২.৯১ সেকেন্ডে ১০০ মিটার হার্ডলসে রুপো পেয়েছেন ভারতের জ্যোতি ইয়ারাজ্জি।

ঘটনার সূত্রপাত ১০০ মিটার হার্ডলসের ঠিক শুরুতেই। চিনের স্প্রিন্টার ইয়ানি য়ু ফলস স্টার্ট করেন। যে কোনও গেমসের নিয়ম হল, ইচ্ছাকৃত ফলস স্টার্ট হলে সেই অ্যাথলিটকে আর রেসে নামতে দেওয়া হয় না। এশিয়ান গেমসেও তাই হল প্রথমে। ইয়ানিকে লাল কার্ড দেখিয়ে রেসে নামতে বারণ করে দেওয়া হয়। মজার কথা হল, ইয়ানি ছিলেন চার নম্বর লেনে। তাঁর সঙ্গে ফলস স্টার্টের জন্য অভিযুক্ত করা হয় আরও এক অ্যাথলিটকে। তিনি ভারতের জ্যোতি ইয়ারাজ্জি। রিপ্লেতে দেখা গিয়েছে, ইয়ানি ফলস স্টার্ট করেছেন। কিন্তু জ্যোতি রেসপন্স করেছেন অনেক পরে। দায় কী করে জ্যোতির উপর চাপানো হল, তা নিয়ে গবেষণা শুরু হয়ে যায়। ৫ নং লেনে থাকা জ্যোতি প্রতিবাদ করেন। রিপ্লে দেখে পরিষ্কার বলেন, যদি তাঁর দোষ থেকে থাকে, তা হলে ৩ নম্বর লেনে থাকা জাপানের স্প্রিন্টার মাসুকি আয়ুকিকেও নামতে দেওয়া উচিত নয়।

উত্তেজিত জ্যোতি এবং অন্যান্য অফিসিয়ালদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ওই রেসের প্রধান অফিসিয়াল জ্যোতিকে রেসে নামার অনুমতি দিলেন। আশ্চর্যের হল, শুধু জ্যোতি নন, লাল কার্ড দেখানো চিনের ইয়ানিকেও রেসে নামার অনুমতি দিয়ে দেওয়া হয়। অফিসিয়ালের তরফে বলা হয়, পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে। রেস শেষ হওয়ার পর যদি ফলস স্টার্টের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়, তা হলে তাঁদের পদক কেড়ে নেওয়া হবে। প্রধান অফিসিয়ালের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন সকলে। তা হলে কি চিনা অ্যাথলিট ইয়ানিকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই নিয়মের তোয়াক্কা করা হল না?

ফলস স্টার্টের জন্য় ইয়ানির রুপো কেড়ে নেওয়া হল। তাও প্রশ্ন থেকে যাচ্ছে, যদি ইয়ানিকে লাল কার্ডই দেখানো হল রেসের আগে, তাঁকে রেসে নামতে দেওয়া হল কেন? চিনা অ্যাথলিট বলে?