Rani Rampal: এশিয়ান গেমসের স্কোয়াডে আনফিট প্লেয়ার! বিস্ফোরক দাবি রানির
Asian Games 2023: গুজরাটে গত জাতীয় গেমসে হরিয়ানার সাফল্য বড় ভূমিকা নিয়েছিলেন রানি। টুর্নামেন্টে সব মিলিয়ে ১৮টি গোল করেন। এশিয়ান গেমসের দলে সুযোগ না পেলে কোনও আক্ষেপ নেই, এমনটাই বলছেন রানি।

এশিয়ান গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা হয়েছে। ভারতীয় মহিলা হকি দলে সুযোগ মেলেনি রানি রামপালের। ভারতীয় হকির অন্যতম তারকা রানি। স্বাভাবিক ভাবেই বেশ হতাশ রানি রামপাল। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেই টোকিও অলিম্পিকে চোখ ধাঁধানো পারফর্ম করেছিলেন রানি রামপাল। কিন্তু হাংঝৌ-তে দেখা যাবে না তাঁকে। ভারতের মহিলা হকির সুপারস্টার রানি রামপালের দাবি, বেছে নেওয়া এই দলে রয়েছেন বেশ কয়েকজন আনফিট প্লেয়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় হকির কিংবদন্তি রানি রামপাল অবশ্য এখনই অবসরের কথা ভাবছেন না। খেলা চালিয়ে যাওয়ারই ইচ্ছে রয়েছে তাঁর। প্রত্যাশা ছিল এশিয়ান গেমসের স্কোয়াডেও সুযোগ পাবেন। অলিম্পিকের ইতিহাসে ভারতীয় মহিলা হকি দলের সেরা পারফরম্যান্স ছিল টোকিওতে। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রানি রামপাল। তাঁর নেতৃত্বেই অনবদ্য পারফর্ম করেছিল ভারত। তিনিই এখন ব্রাত্য।
গুজরাটে গত জাতীয় গেমসে হরিয়ানার সাফল্য বড় ভূমিকা নিয়েছিলেন রানি। টুর্নামেন্টে সব মিলিয়ে ১৮টি গোল করেন। এশিয়ান গেমসের দলে সুযোগ না পেলে কোনও আক্ষেপ নেই, এমনটাই বলছেন রানি। যদিও তাঁর ক্ষোভ অন্য কারণে! বলছেন, ‘কেরিয়ারের এমন একটা পর্যায়ে রয়েছি, আমার কিছু প্রমাণ করার নেই। জীবনে যা সাফল্য পাওয়ার সবই পেয়েছি। তবে জাতীয় গেমসে পারফরম্যান্সের পর প্রত্যাশা করেছিলাম, প্রত্যাবর্তন হতে পারে।’
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রানি আরও যোগ করেন, ‘পারফর্ম করেছি, আমার ফিটনেসও ভালো জায়গায় রয়েছে, হতে পারে আমাকে নিয়ে হয়তো কেউ নিরাপত্তাহীনতায় ভুগছে। হতে পারে আমাকে নিয়ে কারও ঈর্ষা হয়! এশিয়ান গেমসের দলে অনেকেই রয়েছে, যারা আনফিট। আমি তাদের নাম নিতে চাই না। সবটাই কোচের পছন্দ। এটুকু বলতে পারি, হকি আমাকে জীবনে অনেক কিছুই দিয়েছে।’





