Asian Games 2023 Team India Medals Tally: সুপার সান-ডে ‘সোনায় সোহাগা’, টিম ইন্ডিয়ার হাফসেঞ্চুরি পার
Asian Games 2023 Medals Table 1 October in Bengali: দিনের শুরুতে সোনা, এরপর রুপো। দিনের শুরুটা হয়েছিল গলফে্ ব্যক্তিগত ইভেন্টে পদক দিয়ে। রুপো পান অদিতি অশোক। পদক তালিকায় নাম তুলেছেন অভিজ্ঞ সীমা পুনিয়াও। সোমবার তিনটি ব্রোঞ্জ এসেছে সীমা পুনিয়া, নন্দিনী আগাসরা, জিনসন জনসনের সৌজন্যে। শুটিংয়ে মেয়েদের ট্র্যাপ টিম ইভেন্টে এসেছে রুপোর পদক। পুরুষদের ট্র্যাপ টিম ইভেন্টে সোনার পদক ভারতের।
কলকাতা: হানঝাউ এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার স্লোগান #IssBaar100Paar যেন সফল হওয়ার পথে। এখনও অনেকটা পথ বাকি। তারপরও এই স্লোগানে ভরসা করা যায়। সুপার সানডে-তে এল ৩টি সোনার পদক। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা এখন ৫৩। তাহলে একশো পার হবে নাই বা কেন! আরও পদকের প্রত্যাশা, এখনও অনেক ইভেন্ট বাকি। আজ, সোমবার শুরু হচ্ছে কবাডির ইভেন্ট। টেবল টেনিসে পদকের রং বদলের অপেক্ষা। ব্যাডমিন্টনে সিঙ্গলস, ডাবলস ইভেন্ট বাকি। সব মিলিয়ে একশোর বেশি পদকের প্রত্যাশা অন্যায্য নয়। আপাতত ভারতের পদকের পরিস্থিতিটা ঠিক কী? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নীরজ চোপড়া এখনও ট্র্যাকে নামেননি। তাঁর আগেই অ্যাথলেটিক্সে ভারতের ঝুলিতে সোনা এনে দিয়েছেন অবিনাশ সাবলে। সুপার সানডে সোনার শুরুটা হয়েছিল শুটিংয়ে। এরপর অবিনাশের সৌজন্যে সংখ্যা বাড়ে। তাঁর কিছুক্ষণ পরই অ্যাথলেটিক্সে আরও একটি সোনা তেজিন্দরপল সিংয়ের। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন। সোনার পদক নিজের দখলেই রাখলেন তেজিন্দর। তাঁর পদকের সঙ্গে ভারতের সংখ্যা পৌঁছয় ৪৫-এ। অ্যাথলেটিক্সে পদকের এখানেই শেষ নয়। জ্যোতি ইয়ারাজি, অজয় কুমার সরোজ, হরমিলন বেইনস, মুরলী শ্রীশঙ্কররা রুপোর পদক দেন টিম ইন্ডিয়াকে। মুরলী অল্পের জন্য সোনা জিততে পারেননি।
দিনের শুরুতে সোনা, এরপর রুপো। দিনের শুরুটা হয়েছিল গলফে্ ব্যক্তিগত ইভেন্টে পদক দিয়ে। রুপো পান অদিতি অশোক। পদক তালিকায় নাম তুলেছেন অভিজ্ঞ সীমা পুনিয়াও। সোমবার তিনটি ব্রোঞ্জ এসেছে সীমা পুনিয়া, নন্দিনী আগাসরা, জিনসন জনসনের সৌজন্যে। শুটিংয়ে মেয়েদের ট্র্যাপ টিম ইভেন্টে এসেছে রুপোর পদক। পুরুষদের ট্র্যাপ টিম ইভেন্টে সোনার পদক ভারতের।
আরও দুটি সোনার পদকের প্রত্যাশা ছিল। বক্সার নিখাত জারিন সেমিফাইনালে হারেন। ফলে এ বারের মতো ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তেমনই ভারতীয় ব্যাডমিন্টনের টিম ইভেন্টে সোনা জয়ের দারুণ সুযোগ ছিল। ফাইনালে নামার আগে ধাক্কা প্রণয়ের ছিটকে যাওয়া। সিঙ্গলস ও ডাবলসে প্রথম দুটি ম্যাচ জিতে ২-০ এগিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচে সিঙ্গলসে কিদম্বি শ্রীকান্তের মতো তারকা হারতেই সব ওলটপালট হয়ে যায়। চিনের কাছে ২-৩ ব্য়বধানে হারে রুপো। এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার প্রথম রুপোর ইতিহাস।