Wimbledon: উইম্বলডনের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্ব টেনিস সংস্থা
২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন। রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়ররা না খেলতে পারলে দুই তারকাকে হারাবে উইম্বলডন। ছেলেদের বিভাগে পাওয়া যাবে না বিশ্বের বর্তমান দু নম্বর তারকা দানিল মেদভেদেভকে (Daniil Medvedev)। অন্য দিকে মহিলাদের বিভাগ হারাবে আর এক তারকা বিশ্বের চার নম্বর আরিনা সাবালেঙ্কাকে।
লন্ডন: ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের কারণে উইম্বলডনে রাশিয়া (Russia) ও বেলারুশের খেলোয়াড়দের জন্য নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে উইম্বলডন কর্তৃপক্ষের ঠিক করে ফেলেছে পুতিনের দেশকে উইম্বলডন (Wimbledon) থেকে ছুঁড়ে ফেলার। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের কর্তারা নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের টেনিস কোর্টে নামতে দেওয়া হবে না। এমনকি ইংল্যান্ডের গ্রাস কোর্টে কোনও টুর্নামেন্টেও খেলতে দেওয়া হবে না মেদভেদেভের দেশের খেলোয়াড়দের। সূত্রের খবর, বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্লামেও একই সিদ্ধান্ত বহাল থাকতে পারে। কিন্তু এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় ডাব্লুটিএ (WTA) ও এটিপি (ATP)। কারণ রাশিয়াকে সবাই কোণঠাসা করে দিলেও এই দুই সংস্থা তাদের টুর্নামেন্টে রাশিয়ার খেলোয়াড়দের খেলার অনুমতি দিয়েছে। যদিও রাশিয়ার পতাকা ব্যবহার করতে পারেন না খেলোয়াড়রা। ডেভিস কাপ থেকেও ব্রাত্য রাশিয়া।
নিজেদের বিবৃতিতে এটিপি ও ডাব্লুটিএ কর্তারা জানিয়েছে, “আমাদের মনে হয় রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিয়ে উইম্বলডন ও অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের এক তরফা সিদ্ধান্ত গঠন মূলক নয়। দেশের ভিত্তিতে কোনও খেলোয়াড়কে টুর্নামেন্ট খেলতে না দেওয়ায় আমাদের সঙ্গে উইম্বলডন চুক্তি ভঙ্গ করছে। আমাদের সঙ্গে ওদের চুক্তি অনুযায়ী একমাত্র এটিপি র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই টুর্নামেন্ট সুযোগ পাওয়ার কথা। আমাদের খেলার একজন খেলোয়াড় ব্যক্তিগত ভাবে একটা টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করে। আমরা এই সিদ্ধান্তে একেবারেই খুশি নই।”
২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন। রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়ররা না খেলতে পারলে দুই তারকাকে হারাবে উইম্বলডন। ছেলেদের বিভাগে পাওয়া যাবে না বিশ্বের বর্তমান দু নম্বর তারকা দানিল মেদভেদেভকে (Daniil Medvedev)। অন্য দিকে মহিলাদের বিভাগ হারাবে আর এক তারকা বিশ্বের চার নম্বর আরিনা সাবালেঙ্কাকে। এ ছাড়াও আছেন, আনাস্তাসিয়া পাভলোচেঙ্কোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো টেনিস তারকারা। তবে অল ইংল্যান্ড লন টেন্স ক্লাব নিজেদের সিদ্ধান্তে এক প্রকার অনড়। উইম্বলডন থেকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের ছাঁটাইয়ের পর বাকি গ্র্যান্ড স্লাম থেকেও এই দুই দেশের খেলোয়াড়দের সুযোগ না দেওয়ার চেষ্টা করতে পারে তারা। যদিও মে তে শুরু হতে চাল ফরাসি ওপেন এখনও এই জাতীয় কোনও সিদ্ধান্তের কথা জানায়নি।
আরও পড়ুন : Manchester United: রোনাল্ডোদের নতুন কোচ টেন হ্যাগ