Wimbledon: অল ইংল্যান্ড ক্লাবের সিদ্ধান্তকে ‘পাগলামি’ বললেন নোভাক জকোভিচ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Apr 21, 2022 | 2:02 PM

রাশিয়া বা বেলারুশ যুদ্ধে জড়ালে সেই দেশের প্লেয়ারদের দোষ কী, এই প্রশ্ন সব মহল থেকেই উঠে আসছে। বরং দেশ যুদ্ধে জড়ানোর ফল ভুগতে হচ্ছে তাঁদের। মেদভেদেভ, সাবালেঙ্কারা উইম্বলডনে নামতে না পারলে ব়্য়াঙ্কিংয়ের ক্ষেত্রে ধাক্কা খাবেন তাঁরা।

Wimbledon: অল ইংল্যান্ড ক্লাবের সিদ্ধান্তকে 'পাগলামি' বললেন নোভাক জকোভিচ
নোভাক জকোভিচ। ছবি: টুইটার

Follow us on

লন্ডন: উইম্বলডনে (Wimbledon) খেলতে পারবেন না রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়াররা। অল ইংল্যান্ড ক্লাবের (All England Club) এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না নোভাক জকোভিচের (Novak Djokovic) মতো তারকা প্লেয়ার। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জেরে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এর ফলে ২৭ জুন থেকে ১০ জুলাই অনুষ্ঠেয় উইম্বলডনে নামতে পারবেন না ছেলেদের টেনিসে দু’নম্বর প্লেয়ার দানিল মেদভেদেভ ও মেয়েদের টেনিসের চার নম্বর প্লেয়ার আরিনা সাবালেঙ্কা। যুদ্ধের কারণে এমন সিদ্ধান্ত যে প্লেয়ারদের কেরিয়ারে প্রভাব ফেলছে, তা ভালোই বুঝতে পারছেন জোকার। সেই কারণেই তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাঁর সোজা মন্তব্য, দেশিয় রাজনীতির সঙ্গে প্লেয়ারদের কোনও যোগ নেই। তাঁদের নির্বাসিত করার কোনও মানে হয় না।

জোকারের যুক্তি, ‘আমি সব সময় যুদ্ধের বিরুদ্ধে। ছেলেবেলা থেকে কোনও দিন যুদ্ধকে সমর্থন করিনি। এর জন্য আবেগ কতটা ধাক্কা খায়, খুব ভালো করে জানি। ১৯৯৯ সালে সার্বিয়ায় কী হয়েছিল, আমরা সবাই জানি। বারবার যুদ্ধের মতো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। তার পরও বলব, আমি উইম্বলডনের সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নিতে পারছি না। পাগলামি ছাড়া আর কিছু বলার নেই। রাজনীতি যখন খেলায় ঢুকে পড়ে, ফল যে ভালো হয় না, তা নিয়ে কোনও সন্দেহই নেই।’

অল ইংল্যান্ড ক্লাব বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘এই মুহূর্তে আমাদের কিছু দায় থেকে যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে যা চলছে, তাতে রাশিয়াকে সব রকম ভাবে আটকানোটা দরকার। ইউক্রেনের উপর সেনা হামলা মেনে নেওয়া যায় না। আর সেই কারণেই রাশিয়ান এবং বেলারুশিয়ানদের উইম্বলডনে নামতে দেওয়া হবে না। খারাপ লাগলেও এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

অল ইংল্যান্ড ক্লাবের চেয়ারম্যান ইয়ান হিউইট বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, এই সিদ্ধান্তের ফলে ব্যক্তিগত ভাবে কেউ কেউ ক্ষতিগ্রস্থ হবে। তাদের দেশের সরকার যা করেছে, তার জন্য ভুগতে হচ্ছে তাদের।’

রাশিয়া বা বেলারুশ যুদ্ধে জড়ালে সেই দেশের প্লেয়ারদের দোষ কী, এই প্রশ্ন সব মহল থেকেই উঠে আসছে। বরং দেশ যুদ্ধে জড়ানোর ফল ভুগতে হচ্ছে তাঁদের। মেদভেদেভ, সাবালেঙ্কারা উইম্বলডনে নামতে না পারলে ব়্য়াঙ্কিংয়ের ক্ষেত্রে ধাক্কা খাবেন তাঁরা। সবচেয়ে বড় চাপ হল, উইম্বলডনকে দেখে যদি অন্য তিনটে গ্র্যান্ড স্লামের আয়োজকরা যদি এই একই সিদ্ধান্ত নেয়, তা হলে কী করবেন মেদভেদেভরা? এই উত্তর অবশ্য নেই।

আরও পড়ুন: IPL 2022: চলতি আইপিএলে মুগ্ধ করা ৫ বোলিং পারফরম্যান্স এসেছে কোন বোলারদের থেকে, দেখুন ছবিতে

Latest News Updates

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla