Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venus Williams- Serena Williams: টেনিস প্লেয়ার হতে হলে সেরেনাকে ফলো করো, কে দিচ্ছেন পরামর্শ?

চলতি মাসের শেষে শুরু ইউএস ওপেন। সেখানেই শেষ বার টেনিস ব়্যাকেট হাতে দেখা যাবে সেরেনাকে। অবসর ঘোষণা করে দিয়েছেন তিনি। ভেনাস এখনও না করলেও তিনি যে বেশি দিন সার্কিটে থাকবেন না, তা নিয়েও খুব বেশি সন্দেহ নেই।

Venus Williams- Serena Williams: টেনিস প্লেয়ার হতে হলে সেরেনাকে ফলো করো, কে দিচ্ছেন পরামর্শ?
টেনিস প্লেয়ার হতে হলে সেরেনাকে ফলো করো, কে দিচ্ছেন পরামর্শ?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 11:49 AM

লন্ডন: ১৯৯৪ সালে পেশাদার সার্কিটে পা দিয়েছিলেন তিনি। এক বছর পর তাঁরই মতো পেশাদার হয়ে উঠেছিলেন তাঁর বোনও। বাকিটা ইতিহাস। দুই বোন টেনিস (Tennis) দুনিয়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। দু’জন মিলে জিতেছেন ৩০টা গ্র্যান্ড স্লাম। এই উদাহরণ কাদের? এর উত্তর দেওয়ার জন্য কোনও পুরস্কার নেই। ভেনাস উইলিয়ামস (Venus Williams) ও সেরানা উইলিয়ামস (Serena Williams)। দুই উইলিয়ামস বোনের হাত ধরেই মেয়েদের টেনিস সাফল্যের শিখরে উঠেছিল। ‘অপ্রতিরোধ্য’ শব্দটার জন্ম হয়েছিল নতুন করে। দুই বোন যখন মুখোমুখি নেমেছেন, তখন জিতেছেন কে? সেরেনা। দিদির বিরুদ্ধে ৩১বার খেলতে নেমে ১৯বার জিতেছেন। হেরেছেন ১২বার। কোর্টে মুখোমুখি লড়াই যতই থাকুক, পরবর্তী প্রজন্মকে পরামর্শ দেওয়ার সময় কিন্তু ভেনাস বলে দিচ্ছেন, ‘টেনিস প্লেয়ার হতে চাইলে সেরেনাকে ফলো করো।’

চলতি মাসের শেষে শুরু ইউএস ওপেন। সেখানেই শেষ বার টেনিস ব়্যাকেট হাতে দেখা যাবে সেরেনাকে। অবসর ঘোষণা করে দিয়েছেন তিনি। ভেনাস এখনও না করলেও তিনি যে বেশি দিন সার্কিটে থাকবেন না, তা নিয়েও খুব বেশি সন্দেহ নেই। চোট আঘাতের কারণে প্রায়ই ছিটকে যেতে হচ্ছে সার্কিট থেকে। ইউএস ওপেনে অবশ্য ওয়াইল্ড কার্ড নিয়ে নামবেন তিনি।

‘ইলেভেন’ ভেনাসের একটি সংস্থা। যাদের কাজই হল, মেয়েদের জন্য হাল ফ্যাশানের নানা পোশাক তৈরি করা। তা নিয়েই ইন্সটাগ্রামে লাইভে এসেছিলেন তিনি। সেখানেই তিনি নানা প্রশ্নের জবাব দিয়েছেন তরুণ প্রজন্মের। এক এঠতি টেনিস প্লেয়ারকে ভেনাস বলেছেন, ‘জানি খুব কঠিন কাজ। তবু বলব, সেরেনা উইলিয়ামস হওয়ার চেষ্টা করো।’

উত্থান আর পতন কি শুধু খেলায়, জীবনে নেই। জীবন আসলে তো খেলাই। আর সেই কারণে খেলার প্রাথমিক শর্তগুলো দিয়েই ঘেরা থাকে জীবন। ভেনাস দর্শন মেনে চলেন। সাফল্য তখনই আসে, যখন কেউ নিজের কাজের প্রতি নিষ্ঠা দেখান। ফোকাসড থাকেন। ভেনাস টিপস হিসেবে সেটাই তুলেছেন। তাঁর কথায়, ‘তুমি কী ভাবছ, সেটার মধ্যে দিয়ে জীবনের মানে খুঁজে পাওয়া মুশকিল। তুমি তোমার লক্ষ্যের প্রতি কতটা ফোকাসড থাকছ, সেটাই আসল। এমনকি, যে দিনটা তোমার নয়, সে দিনও চ্যালেঞ্জ উপভোগ করার চেষ্টা করো।