FORMULA 4 INDIAN CHAMPIONSHIP: নিজামের শহরে শুরু গতির লড়াই
২০২২ সালের ফেব্রুয়ারিতে এখানেই বসবে বিশ্বমানের প্রতিযোগিতা ফিয়া গ্রেড স্ট্রিট সার্কিটের আসর।
হায়দরাবাদ: নিজামের শহরে শুরু গতির লড়াই। আজ, রবিবার হায়দরাবাদের মাধাপুর থেকে এই ‘ফর্মুলা রিজিওনাল ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের’ উদ্বোধনের দায়িত্বে রয়েছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পুরবিষয়কমন্ত্রী কলভাকুন্তলা তারাকা রামা রাও ও দক্ষিণ ভারতীয় অভিনেতা বিশাল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এখানেই বসবে বিশ্বমানের প্রতিযোগিতা ফিয়া গ্রেড স্ট্রিট সার্কিটের আসর। আর যার ফলে এই প্রতিযোগিতাকে বলা যেতেই পারে তাঁর ড্রেস রিহার্সাল। দেশের মাটিতে আধুনিক গাড়িও দেখতে পাবে ক্রীড়প্রেমী ভারতীয়রা।
বছর দশেক আগে নয়ডার বুদ্ধ সার্কিটে জাঁকজমকভাবে শুরু হয়েছিল ভারতের মাটিতে নজরকাড়া মোটরস্পোর্টস প্রতিযোগিতা। তবে ২ বছর পর তা বন্ধও হয়ে যায়। তবে এখানকার উদ্যোগীরা যে ভাবনায় ফের শুরু করতে চলেছেনে ভারতের মোটরস্পোর্টস,তাতে আশার আলো দেখছে এখানকার রেসিং ড্রাইভাররা।
আয়োজকরা প্রাক্তন ফর্মুলা ওয়ান রেস ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ান এবং বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেবকে প্রথম এফআইএ-সমর্থিত ফর্মুলা ৪ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছে। এই ইভেন্ট আয়োজন করতে (গাড়ি তৈরি ও স্ট্রিট সার্কিট) ১০০কোটি টাকার মতো খরচ হয়েছে আয়োজকদের।