FORMULA 4 INDIAN CHAMPIONSHIP : বিরিয়ানির শহর দাপাল ফর্মুলা ফোর

হায়দরাবাদঃ নিজামের শহর। বিরিয়ানির শহর। চারমিনারের ইতিহাস মাখা একটা শহর। আর সেই শহর রবিবার হয়ে গেল গতির উদ্বোধন। ফর্মূলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের আসর  এবার হায়দরাবাদে। রবিবার হায়দরাবাদে হতে চলা ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ করেই শেষ হলনা ভারতে মোটরস্পোর্টসের এই যাত্রা। ফেব্রুয়ারিতে ভারতের আরও ৪ শহরে হবে গতির প্রতিযোগিতা। যে শহর জন্ম দিয়েছে ভিভিএস লক্ষ্ণণের মত […]

FORMULA 4 INDIAN CHAMPIONSHIP : বিরিয়ানির শহর দাপাল ফর্মুলা ফোর
বিরিয়ানির শহরের রাস্তায় দাপাল ফর্মুলা ফোর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 11:55 AM

হায়দরাবাদঃ নিজামের শহর। বিরিয়ানির শহর। চারমিনারের ইতিহাস মাখা একটা শহর। আর সেই শহর রবিবার হয়ে গেল গতির উদ্বোধন। ফর্মূলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের আসর  এবার হায়দরাবাদে। রবিবার হায়দরাবাদে হতে চলা ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ করেই শেষ হলনা ভারতে মোটরস্পোর্টসের এই যাত্রা। ফেব্রুয়ারিতে ভারতের আরও ৪ শহরে হবে গতির প্রতিযোগিতা।

যে শহর জন্ম দিয়েছে ভিভিএস লক্ষ্ণণের মত ক্রিকেটার, পিভি সিন্ধুর মত শাটলার কিংবা সানিয়া মির্জার মত টেনিস তারকরার, সেই শহরে মোটরস্পোর্টসের জয়যাত্রার পরিকল্পনা প্রথম দিনেই সফল। উদ্বোধনের পর রেসিং প্রমোশন সংস্থার চেয়ারম্যান  অখিলেশ রেড্ডি জানান, “মোনাকোর মত এক ছোট্ট জায়গা বিশ্বের তাবড় ফর্মুলা ওয়ান ড্রাইভারের জন্ম দিয়েছে।আর আমাদের দেশে একশো কোটিরও বেশি জনসংখ্যা। আমাদের লক্ষ্য  এই দেশ থেকে ভবিষ্যতের ফর্মুলা ওয়ান ড্রাইভার তুলে আনা। আর তুলে আনার জন্য এই সব প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের উৎসাহী করা। ”

motorsport-came-alive-with-high-octane-launch-of-formula-regional-indian-championship-in-hyderabad-.

ঝাঁ চমচকে ফর্মুলা ফোর । উদ্বোধনের অপেক্ষায়

রবিবার হায়দরাবাদের মাধাপুর থেকে এই ‘ফর্মুলা রিজিওনাল ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের’ উদ্বোধন করেন রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পুরবিষয়কমন্ত্রী কলভাকুন্তলা তারাকা রামা রাও ও দক্ষিণ ভারতীয় অভিনেতা বিশাল। আগামি বছর ফেব্রুয়ারিতে এখানেই বসবে বিশ্বমানের প্রতিযোগিতা ফিয়া গ্রেড স্ট্রিট সার্কিট। আর এই প্রতিযোগিতাকে বলা যেতে পারে তার ড্রেস রিহার্সাল।

motorsport-came-alive-with-high-octane-launch-of-formula-regional-indian-championship-in-hyderabad-.

হায়দরাবাদের রাস্তায় চলল ফর্মুলা ফোর

ফেব্রুয়ারি-মার্চে বসবে রেসিংয়ের বড় আসর। তার মধ্যেই আরও একটি টুর্নামেন্টের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে আয়োজকদের। ২০২২ সালের শুরুর দিকেই হবে ইন্ডিয়ান রেসিং লিগ।

motorsport-came-alive-with-high-octane-launch-of-formula-regional-indian-championship-in-hyderabad-.

উদ্বোধনের মুহুর্তে অত্যুৎসাহীর ভিড়

আয়োজকদের দাবি, ভারতের মাটিতে বিশ্বের সেরা রেসিং ড্রাইভাররা আসবেন। আধুনিক গাড়িও দেখতে পাবে ক্রীড়প্রেমী ভারতীয়রা। বিদেশের মাটিতে যেরকম ফর্মুলা কার রেসিং দেখেছে ভারতের ক্রীড়মোদীরা। আর এবার খোদ দেশের মাটিতে। বছর দশেক আগে নয়ডার বুদ্ধ সার্কিটে জাঁকজমকভাবে শুরু হয়েছিল ভারতের মাটিতে নজরকাড়া মোটরস্পোর্টস প্রতিযোগিতা। তবে ২ বছর পর তা বন্ধও হয়ে যায়। তবে এখানকার উদ্যোগীরা যে ভাবনায় ফের শুরু হল ভারতের মোটরস্পোর্টস,তাতে আশার আলো দেখছে এখানকার রেসিং ড্রাইভাররা।