Thomas Cup 2022: থমাস কাপের ফাইনালে পৌঁছে ইতিহাস ভারতের
এ বার ফাইনালে ইন্দোনেশিয়াকে হারাতে পারলেই থমাস কাপ থেকে প্রথম সোনা জিতবে ভারত।
ব্যাংকক: প্রণয়ের হাত ধরে থমাস কাপে (Thomas Cup) ইতিহাস ভারতের। ৭৩ বছরের খরা কাটিয়ে প্রথম বার ফাইনালে উঠল ভারত (India)। ২-২ থেকে আবার পঞ্চম ম্যাজিক দেখালেন প্রণয়। ৪৩ বছর আগে থমাস কাপের সেমিফাইনাল থেকে পদক পেয়েছিল ভারত। থমাস কাপের সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে রুপো অন্তত নিশ্চিত ভারতের। শক্তিশালী প্রতিপক্ষ ডেনমার্ককে (Denmark) ৩-২ ব্যবধানে হারিয়েছে ভারত। টুর্নামেন্টের ফাইনালে ভারতের প্রতিপক্ষ থমাস কাপের সবথেকে সফল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। শুধু ফাইনালে ওঠা নয়, থমাস কাপ থেকে প্রথম সোনা জিততে মরিয়া ভারত।
B.E.L.I.E.V.E! ?
The Indian men’s badminton team make their first-ever Thomas and Uber Cup final with a crunch 3️⃣-2️⃣ win over Denmark.
They’ll face ?? in the final on Sunday. ?
?: @badmintonphoto#TUC2022 | #ThomasUberCups | #Bangkok2022 | @BAI_Media | @bwfmedia pic.twitter.com/pNnRO6vhGs
— Olympic Khel (@OlympicKhel) May 13, 2022
কোয়ার্টার ফাইনালের মতোই সেমিফাইনালের প্রথম ম্যাচে ভারতের লক্ষ্য সেন হার দিয়ে শুরু করেন। ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে লক্ষ্য হারেন ১৩-২১, ১৩-২১ ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি ২১-১৮, ২১-২৩, ২২-২০ ব্যবধানে হারান ডেনমার্কের কিম অস্ট্রুপ এবং ম্যাথিয়াস ক্রিশ্চেনসেনের জুটিকে।
Straight into the history books. #ThomasUberCups #Bangkok2022 pic.twitter.com/VK2DlVehVc
— BWF (@bwfmedia) May 14, 2022
১-১ অবস্থায় থেকে এরপর তৃতীয় ম্যাচে ভারতকে ফের এগিয়ে দেন বিশ্বের প্রাক্তন এক নম্বর কিদাম্বি শ্রীকান্ত। অ্যান্ডার্স অ্যান্টনসেনকে ২১-১৮, ১২-২১, ২১-১৫ গেমে হারিয়ে শ্রীকান্ত ভারতকে ২-১ এগিয়ে দেন। এরপর কোয়ার্টার ফাইনালের মতোই চতুর্থ ম্যাচে গিয়ে আবার হেরে যায় ভারত। ডেনমার্কের অ্যান্ডার্স রাসমাসেন এবং ফ্রেডেরিক সোগার্ড জুটি ২১-১৪, ২১-১৩ গেমে হারিয়ে দেন ভারতীয় শাটলার জুটি কৃষ্ণপ্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়কে। ফের ভারতকে জেতানোর দায়িত্ব গিয়ে পড়ে এইচএস প্রণয়ের কাঁধে। ২-২ অবস্থায় থাকা ম্যাচের শেষ টাইয়ে প্রণয় ২১-৯, ২১-১২ গেমে হারিয়ে দেন রাসমাস জেমকে। এবং প্রথম বার থমাস কাপের ফাইনালে পৌঁছে যায় ভারত। এ বার থমাস কাপের ফাইনালে রবিবার ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে থামাতে পারলেই ভারতে সোনা নিয়ে আসতে পারবেন শ্রীকান্তরা। আর তা না হলে থমাস কাপ থেকে প্রথম রুপো আসবে দেশে।