TOKYO OLYMPIC 2020 : চোট পেলেন বজরঙ্গ পুনিয়া, অলিম্পিকের আগে আশঙ্কা
হাফটাইমের দুমিনিট আগে প্রতিপক্ষ কুদেয়েভ তাঁকে টেকডাউনের সময় হঠাৎই ডান হাঁটুতে চোট পান বজরঙ্গ।অবস্থা এতটাই গুরুতর হয় যে, তিনি বেশ কিছুক্ষণ ম্যাটে শুয়েই ছিলেন। যন্ত্রণায় ছটফট করতে থাকেন।
নয়াদিল্লিঃ টোকিও অলিম্পিকের(TOKYO OLYMPIC) আগে ভারতের পক্ষে দুঃসংবাদ। রাশিয়ায় (RUSSIA) একটি প্রতিযোগিতা চলাকালীন চোট পেলেন ভারতীয় কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া (BAJRANG PUNIA)। রাশিয়ার ক্যাসপিস্কে আলি অ্যালিয়েভ মেমোরিয়াল প্রতিযোগিতার সেমিফাইনালে(SEMIFINAL) আবুলমাজিদ কুদেয়েভের(Abulmazhid Kudiev) বিরুদ্ধে লড়াইয়ের সময় চোট পান বজরঙ্গ। সঙ্গে সঙ্গে তাঁকে ফিরিয়ে আনা হয় ট্রেনিং বেসক্যাম্পে।
বজরঙ্গের কোচ স্যাকো বেন্টিনিডিস জানিয়েছেন, চোট যথেষ্ট চিন্তার। তবে অলিম্পিকের আগে সুস্থ হয়ে যাবেন বজরঙ্গ। দাবি কোচের। কি হয়েছিল এদিন? সেমিফাইনালে ৪-০ ফলে পিছিয়ে ছিলেন বজরঙ্গ পুনিয়া। হাফটাইমের দুমিনিট আগে প্রতিপক্ষ কুদেয়েভ তাঁকে টেকডাউনের সময় হঠাৎই ডান হাঁটুতে চোট পান বজরঙ্গ।অবস্থা এতটাই গুরুতর হয় যে, তিনি বেশ কিছুক্ষণ ম্যাটে শুয়েই ছিলেন। যন্ত্রণায় ছটফট করতে থাকেন।
বজরঙ্গের কোচ জানিয়েছেন, ম্যাচে যথেষ্ট ভাল পারফর্ম করছিলেন তাঁর ছাত্র। চোট না পেলে কামব্যাক করে পদক নিশ্চিত করতেনই বজরঙ্গ। চোট পাওয়ার পর আর লড়াই চালানো সম্ভব হয়নি। তাঁকে যন্ত্রণা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। তাতে অনেকটা ব্যথা কমেছে বলে দাবি বজরঙ্গের কোচের। কোচ বেন্টিনিডিসের দাবি, এখন অনেকটা সুস্থ বোধ করছেন বজরঙ্গ।
অলিম্পিকে ৬৫কেজি ফ্রিস্টাইলে নামবেন বজরঙ্গ পুনিয়া। ভারতের এই তারকা কুস্তিগীরের থেকে পরদকের আশা করছে ভারতীয় ক্রীড়ামহল। কিন্তু তার আগে এই চোট রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে। তবে কোচের আশ্বাস কিছুটা আশ্বস্ত করেছে ভারতের কুস্তিমহলকে।