Olympics সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে Indian Hockey Team

Tokyo Olympics 2020: হকি প্রো লিগে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল ভারত। রিডের কথা ধরলে বলা যেতে পারে, এ বারের অলিম্পিকে সারপ্রাইজ প্যাকেজ হতে পারে!

Olympics সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে Indian Hockey Team
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 25, 2021 | 7:06 PM

বেঙ্গালুরু: ভারতীয় টিম মানসিক ভাবে কতটা কঠিন, সেটা মনপ্রীত সিং, শ্রীজেশরাও জানেন না। এমনই বলছেন কোচ গ্রাহাম রিড (Graham Reid)। করোনা (COVID-19) কালেও টানা শিবির করে গিয়েছেন ভারতীয় প্লেয়াররা। তার সুফলও পেয়েছেন। হকি (Hockey) প্রো লিগে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল ভারত। রিডের কথা ধরলে বলা যেতে পারে, এ বারের অলিম্পিকে সারপ্রাইজ প্যাকেজ হতে পারে!

ভারতীয় টিমের সঙ্গে কাজ করা কোচ রিড বলেছেন, ‘আমার মনে ভারতীয় টিমও জানে না, ওরা মানসিক ভাবে কতটা কঠিন। আরও কতটা উন্নতি করতে পারে। আমার মনে হয়, এই ব্যাপারটা অত্যন্ত জরুরি বিষয়।’

টোকিও গেমসে (Tokyo Games) ভারতীয় টিম যে দারুণ প্রভাব ফেলতে পারে, তাও মনে করছেন রিড। পাশাপাশি ভারতীয় কোচের মন্তব্য, ‘টোকিও গেমসে খেলা শুরু হয়ে যাবে যখন, তখন কিন্তু ভারতকে হালকা নিলে মুশকিলে পড়বে প্রতিপক্ষরা। কোচ হিসেবে আমি সব সময় বাড়তি কিছু প্রত্যাশা করি। টিম যে ভাবে পরিশ্রম করেছে, কোচ হিসেবে আমিও অত্যন্ত আত্মবিশ্বাসী।’

এই মুহূর্তে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছে ভারত। অলিম্পিকে ভারতের গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন ও জাপান। ২৪ জুলাই মনপ্রীতদের প্রথম ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষ বার পদক জিতেছিল ভারতীয় হকি টিম।

রিড মনে করছেন, অলিম্পিকের ভারতের পদকের খরা এ বার কাটবে। ‘অলিম্পিকে এ বারের ১২টা টিমকে যদি ধরা হয়, তা হলে দেখবেন, কানাডাকে বাদ দিলে বাকি সব টিমকেই আমরা গত দু’বছরে হারিয়েছি। কানাডার বিরুদ্ধে খেলার সুযোগই জোটেনি আমাদের। সেই কারণে আমার মনে হয়, যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে ভাবে খেলার পরিকল্পনা করছি, সেটা ঠিকঠাক মেলে ধরতে পারি, তা হলে পোডিয়ামে ওঠার সুযোগ থাকবে ভারতের সামনে।’

কেমন পরিকল্পনা সাজাচ্ছেন গ্রাহাম রিড? তাঁর সোজা কথা, ‘সামনে যে ম্যাচটা, সেটা নিয়েই শুধু ভাবতে হবে। দুর্বলতা, শক্তি খুঁজে বের করতে হবে। যাতে পর পর গ্রুপ লিগের ম্যাচগুলো জিততে পারি। তবেই কোয়ার্টার ফাইনালে পা দিতে পারব আমরা। ফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই সবাই অলিম্পিকে যায়। আমরাও সেটা সামনে রেখে এগোচ্ছি।’

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ভাসল তিরাশির বিশ্বকাপের স্মৃতিচারণায়