সোশ্যাল মিডিয়া ভাসল তিরাশির বিশ্বকাপের স্মৃতিচারণায়

1983 World Cup: ১৯৮৩-র বিশ্বকাপের ৩৮ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়া ভাসল শুভেচ্ছা বার্তায়।

সোশ্যাল মিডিয়া ভাসল তিরাশির বিশ্বকাপের স্মৃতিচারণায়
Follow Us:
| Updated on: Jun 25, 2021 | 6:35 PM

নয়াদিল্লি: ৩৮ বছর আগে আজকের দিনেই বিশ্বকাপের (World Cup) স্বাদ পেয়েছিল ভারত (India)। লর্ডসে ৩৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় কপিল দেবের (Kapil Dev) ভারত। ১৯৮৩-র বিশ্বকাপের ৩৮ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়া ভাসল শুভেচ্ছা বার্তায়। মদন লাল (Madan Lal), কীর্তি আজাদ (Kirti Azad) থেকে শুরু করে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) টুইটারে তিরাশির বিশ্বকাপের সোনালি সফরকে স্মরণ করেছেন।

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মদন লাল (Madan Lal) টুইটারে লেখেন, “৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার জন্য নিজেকে কৃতজ্ঞ মনে করি। ওই সুন্দর সফরটার ৩৮ বছর পূর্ণ হল। দলের সকলের সঙ্গে সেলিব্রেট করছি।”

আর এক তারকা ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad) শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে লেখেন, “৩৮ বছর আগে ২৫ জুন ১৯৮৩ সালে কপিল দেবের দল ইতিহাস গড়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত মাতা। আমরা সকলে আজকের দিনটা একসঙ্গে সেলিব্রেট করছি। সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রীকে বাদ দিয়ে। কারণ ওরা এখন ইংল্যান্ডে রয়েছে।”

বিসিসিআইয়ের (BCCI) তরফে টুইটারে লেখা হয়, “আজকের দিনটা ভারতীয় ক্রিকেটের একটা ঐতিহাসিক দিন। কপিল দেবের অধিনায়কত্বে ভারত প্রথম বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিল।”

তিরাশির বিশ্বকাপ (1983 World Cup) জয় নিয়ে সচিন তেন্ডুলকর টুইটারে (Sachin Tendulkar) লেখেন, “এই দিনটাই বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাস। প্রতিটি উইকেট পড়ার সময় কতটা আনন্দ পেয়েছিলাম এবং সেলিব্রেট করেছিলাম সবটাই মনে আছে। দেশকে প্রথম বিশ্বকাপ জিততে দেখে গর্বিতও হয়েছিলাম।”

আরও পড়ুন: Wimbledon 2021: জোকারের সহজ ম্যাচ, ফিরছেন মারে