Asian Games 2023, Boxing: সোনা হাতছাড়া, চিনা বক্সার কাছে হেরে রুপোতেই থামলেন লভলিনা!

Asian Games: ফাইনালে পা রেখেছিলেন লভলিনা।এশিয়ান গেমস থেকে সোনা জেতা হল না আসামের মেয়ের। চিনের বক্সার কিয়ান লি-র বিরুদ্ধে রুপোতে থামতে হল লভলিনাকে।৭৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার পাশাপাশি প্যারিস অলিম্পিকের টিকিটও জোগাড় করে নিয়েছিলেন তিনি।কিন্তু ফাইনালে জয় পেলেন না।

Asian Games 2023, Boxing: সোনা হাতছাড়া, চিনা বক্সার কাছে হেরে রুপোতেই থামলেন লভলিনা!
লভলিনা বরগোহাইন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 1:58 PM

হানঝাউ: প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু পূরণ করতে পারলেন না। মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের (Asian Games 2023) ফাইনালে পা রেখেছিলেন লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কিন্তু ইতিহাস তৈরি করতে পারলেন না। এশিয়ান গেমস থেকে সোনা জেতা হল না আসামের মেয়ের। চিনের বক্সার কিয়ান লি-র বিরুদ্ধে রুপোতে থামতে হল লভলিনাকে। ৭৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার পাশাপাশি প্যারিস অলিম্পিকের টিকিটও জোগাড় করে নিয়েছিলেন। কিন্তু ফাইনালে সেই প্রাধান্য রাখতে পারলেন না। TV9Bangla Sportsএ বিস্তারিত।

২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন। রুপো মিলেছিল টোকিও অলিম্পিকে। চিনের কিয়ান লি-কে হারানো যে কঠিন, তা খুব ভালো করেই জানতেন ভারতের মেয়ে। তাই আগ্রাসী মনোভাব রাখেননি। স্ট্র্যাটেজি বদলে ডিফেন্সিভ মোডে ছিলেন। যাতে সুযোগ কাজে লাগাতে পারেন। কিন্তু চিনের বক্সারও লভলিনার বিরুদ্ধে অ্যাটাকিং ছক রাখেননি। বুদ্ধিমত্তার ম্যাচে দুই বক্সারই সুযোগসন্ধানী বাউট খেললেন। লভলিনা রিংয়ে ডান্স করার সুযোগ পাননি। কিয়ান উল্টে তাঁকে এত ক্লোজ রেখেছিলেন, হোল্ড করে ফেলছিলেন যে, লভলিনার পক্ষে স্বাভাবিক খেলাই মুশকিল হয়ে যায়। প্রথম রাউন্ডে ট্যাকটিক্যাল মুভের জন্য এগিয়ে ৩-২ এগিয়ে গিয়েছিলেন কিয়ান। পাঞ্চ লাগাতে পারেননি কেউই। কিন্তু পাঁচ বিচারকের মধ্যে তিনজনের মনে হয়েছিল, পয়েন্ট তোলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিয়েছিলেন কিয়ান।

দ্বিতীয় রাউন্ডেও লভলিনা, কিয়ান কেউই তাড়াহুড়ো করতে চাননি। দ্বিতীয় রাউন্ডে লভলিনার ফুটওয়ার্ক বেশ ভালো ছিল। কিন্তু চিনা বক্সারকে জ্যাব পা পাঞ্চ কোনওটাই সে ভাবে মারতে পারেননি। কিয়ান কিন্তু সুযোগ কাজে লাগিয়েছেন। লভলিনাকে হতাশ করে দেওয়ার পাশাপাশি কিছু পাঞ্চও লাগাতে পেরেছিলেন। যে কারণে দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে যান কিয়ান। তৃতীয় রাউন্ডে খোলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন ভারতের মেয়ে। মরিয়া হয়ে জিততে চেয়েছিলেন বাউট। কিন্তু কিয়ানের ডিফেন্স শুরু থেকে যেমন ভাঙতে পারেননি, তৃতীয় রাউন্ডেও সম্ভব হয়নি। রুপোতেই থামতে হল লভলিনা। বাউট শেষ হওয়ার পর হাসছিলেন। হয়তো নিজের ভুলের জন্য়। সে সব মিটিয়ে রিংয়ে প্রবল ভাবে ফিরতে চান অসমের বক্সার।