বিশেষ অলিম্পিক সম্মান নোবেলজয়ী বাঙালি মহম্মদ ইউনুসকে
Muhammad Yunus: ইউনুসকে ২৩ জুলাই টোকিও গেমসের (Tokyo Games) উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক সম্মান প্রদান করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
টোকিও: অলিম্পিকের বিশেষ সম্মান (Olympic Laurel) পাচ্ছেন নোবেল পুরস্কার (Nobel Peace Prize awardee) পাওয়া মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। গ্রামীন ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির ভোল পাল্টে দিয়েছিলেন তিনি। সেই ইউনুসকে ২৩ জুলাই টোকিও গেমসের (Tokyo Games) উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক সম্মান প্রদান করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
প্রেসিডেন্ট টমাস বাখ (Thomas Bach) বলেছেন, ‘আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়ের ডি কুবার্টিন যে পথ বেছে নিয়েছিলেন, সেই পথকে আরও প্রশস্ত করেছেন প্রফেসার ইউনুস। তিনি এক দিকে যেমন তাঁর অভিনব কিছু ভাবনা দিয়েছেন, তেমনই মানবতার ক্ষেত্রেও আলাদা ছাপ রেখেছেন। বিশ্ব শান্তি এবং ক্রীড়া দিকে থেকে দেখলে এ এক বিরাট অবদান। প্রফেসার ইউনুস কিন্তু অনেকের কাছে উদাহরণ। অ্যাথলিট ও অলিম্পিক কমিউনিটির ক্ষেত্রেও যা মাইলফলক হয়ে রয়েছে।’
আইওসির (IOC) সঙ্গে নানা প্রজেক্টে দীর্ঘদিন ধরে কাজ করছেন ইউনুস। বাখের কথায়, ‘কেরিয়ার শেষ হওয়ার পর অ্যাথলিটদের নতুন জীবন শুরু করার ক্ষেত্রে দারুণ ভূমিকা নিয়েছেন তিনি। তার মধ্যে দিয়ে কিন্তু সামাজিক বিপ্লব দেখা দিয়েছে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের কথা যদি ধরা হয়, অলিম্পিক মডেলটাই উনি অনেকটা পাল্টে দিয়েছেন। সেই সঙ্গে আয়োজক দেশের সংস্কৃতি ও ভাবনাতেও বদল এনেছেন। ওঁর অবদান কোনও ভাবেই ভোলার নয়।’
গত রিও গেমসে প্রথম অলিম্পিক সম্মান দেওয়া হয়েছিল কেনিয়ান অলিম্পিয়ান ও সামাজিক বিপ্লবের কাণ্ডারি কিপ কিনোকে। এ বার তা পাচ্ছেন এক বাঙালি। প্রফেসার ইউনুসও এই সম্মানে আপ্লুত। তিনিও এক বিবৃতিতে বলেছেন, ‘অলিম্পিক গেমস এবং খেলার শক্তি এই দুনিয়াতে সবচেয়ে বেশি। এর মধ্যে দিয়েই সারা বিশ্বে শান্তি আনা সম্ভব। ২০১৮ সালের উইন্টার গেমসের কথাই ধরা যাক। উত্তর ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে মার্চপাস্ট করেছিল। ইতিহাস এবং শান্তির নিরিখে ওটা কিন্তু বিরাট ঘটনা ছিল। খেলার মধ্যে সবাইকে বেঁধে ফেলার যে শক্তি রয়েছে, সেটা আরও কাজে লাগানোটাই লক্ষ্য।’
আরও পড়ুন: Tokyo Olympics 2020: অলিম্পিকের টেনিস থেকে পদক আনতে সময় লাগবে, বলছেন লিয়েন্ডার