Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Open: ফ্ল্যাশিং মিডোয় দুরন্ত নাদাল, পা রাখলেন চতুর্থ রাউন্ডে

ট্যুর লেভেলের ম্যাচে গাসকেটের বিরুদ্ধে নাদালের জয়ের রেকর্ড এখন ১৮-০। কোনও একজন প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক অপরাজিত থাকার রেকর্ড। গেল মনফিঁসের বিরুদ্ধে একই রেকর্ড রয়েছে নোভাক জকোভিচেরও।

US Open: ফ্ল্যাশিং মিডোয় দুরন্ত নাদাল, পা রাখলেন চতুর্থ রাউন্ডে
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2022 | 10:14 AM

নিউইয়র্ক: রবিবার সকাল সকাল সূদূর নিউইউর্ক থেকে এল নাদালপ্রেমীদের (Rafael Nadal) জন্য সুখবর। ২৩টি গ্র্যান্ড স্লামের দিকে আরও একধাপ পা রাখলেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। ফ্রান্সের প্রতিপক্ষ রিচার্ড গাসকেটকে একপ্রকার উড়িয়ে দিয়ে ঝড়ের গতিতে ইউএস ওপেনের (US Open) চতুর্থ রাউন্ডে প্রবেশ। ম্যাচের ফলাফল ৬-০, ৬-১, ৭-৫। ফ্রান্সের প্রতিপক্ষের বিরুদ্ধে রাফার এটি ১৮তম জয়। ওপেন এরায় যুগ্মভাবে সেরা হেড টু হেডে এদিন রেকর্ড গড়লেন নাদাল। ট্যুর লেভেলের ম্যাচে গাসকেটের বিরুদ্ধে নাদালের জয়ের রেকর্ড এখন ১৮-০। কোনও একজন প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক অপরাজিত থাকার রেকর্ড। গেল মনফিঁসের বিরুদ্ধে একই রেকর্ড রয়েছে নোভাক জকোভিচেরও।

গোটা বছরটাই দুরন্ত কেটেছে। অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জয়। মাঝে উইম্বলডন সেমিফাইনাল থেকে তলপেটের অসহ্য যন্ত্রণা নিয়ে কোর্ট ছেড়েছিলেন। ওইটুকু সময় বাদ দিলে এ বছরটা নাদাল সমর্থকদের কাছে পোয়াবারো। রজার ফেডেরারের চোট আর নোভাক জকোভিচের ভ্যাকসিন নাটকের ফাঁকে দুই প্রবল প্রতিদ্বন্দ্বীদের থেকে গ্র্যান্ড স্লামের ব্যবধান অনেকটা বাড়িয়ে নিয়েছেন। ফ্ল্যাশিং মিডোতেও নেই ফেডেরার-জকোভিচ। ইউএস ওপেন জিতলে নাদালের ঝুলিতে আসবে ২৩টি গ্র্যান্ড স্লাম। বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে মরসুম শেষ করতে পারবেন।

ইউএস ওপেন শুরুর আগে থেকেই নাদালের ব্যক্তিগত জীবনে একপ্রকার ঝড় বয়ে গিয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রী মেরি পিরেলো শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায় নাদাল ও শাকিরার পুরনো প্রেম। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই তোলপাড় ছিল টেনিস বিশ্ব। শোনা গিয়েছে, শাকিরার সঙ্গে প্রেমে যখন হাবুডুবু খাচ্ছিলেন তার আগে থেকেই নাদালের জীবনে রয়েছেন মেরি পিরেলো। অন্তঃসত্ত্বা মেরি কি এই খবর শুনেই অসুস্থ হয়ে পড়েছিলেন? জানা নেই। তবে মানসিক অস্থিরতা কোর্টে প্রকাশ পেতে দেননি বরাবরের দৃঢ়চিত্তের নাদাল। শুক্রবার নিজের ব়্যাকেটে নিজেরই নাক ভেঙে রক্তাক্ত হয়েছিলেন।

এতকিছুর মাঝে নাদাল ভক্তদের একটাই স্বস্তি, বছরের শেষ গ্র্যান্ড স্লামে নাদালের পরপর জয়। ২০১৯ সালের পর চলতি বছরে ফ্ল্যাশিং মিডোয় কামব্যাক হয়েছে তাঁর। মোট চারবারের ইউএস ওপেন খেতাবের অধিকারী রাফা।