Basketball World Cup 2023 : দু’বার অস্ত্রোপচার, বিশ্বকাপে কিডনি হারাতে হল সার্বিয়ান বাস্কেটবলারকে!
মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই বোঝা গিয়েছিল, মারাত্মক চোট পেয়েছেন বরিসা। ম্যানিলার হাসপাতালের চিকিৎসকরা আর দেরি করেননি।
লন্ডন : মারাত্মক চোট পেয়েছিলেন দক্ষিণ সুদানের বিরুদ্ধে। সেই চোট যে তাঁর এত বড় ক্ষতি করে দেবে, নিজেও হয়তো বুঝতে পারেননি। পর পর দু’বার অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। তাতেও একটি কিডনি হারাতে হল সার্বিয়ার বাস্কেটবলার বরিসা সিমানিচকে (Borisa Simanic)। বাস্কেটবল বিশ্বকাপে (Basketball World Cup 2023) এমন ঘটনায় স্তম্ভিত সারা বিশ্ব। বাস্কেটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে এমন দুঃখজনক ঘটনা। গত বুধবার সুদানের বিরুদ্ধে ম্য়াচে চমৎকার খেলছিলেন বরিসা। ২ মিনিট আর বাকি ছিল খেলার। সুদানের ফরোয়ার্ড নুনি ওমোত বাস্কেট করার চেষ্টা করেন। তাঁকে আটকাতে গিয়েছিলেন বরিসা। তখনই বরিসাকে কনুই মারেন নুনি। যন্ত্রণায় ছটফট করতে করতে কোর্টেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এমন অনভিপ্রেত ঘটনায় বরিসার পাশে দাঁড়িয়েছেন সবাই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই বোঝা গিয়েছিল, মারাত্মক চোট পেয়েছেন বরিসা। ম্যানিলার হাসপাতালের চিকিৎসকরা আর দেরি করেননি। প্রথম অস্ত্রোপচারের পরও জটিলতা কাটেনি। যন্ত্রণাও কমেনি। তাই বাধ্য হয়েই আবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। ডাঃ ড্রাগন রাদোভানোভিচ বলেছেন, দ্বিতীয় অস্ত্রোপচার করে একটি কিডনি বাদ দিয়ে হয়েছে সার্বিয়ান বাস্কেটবলারের।
ছেলেদের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে লিথুনিয়ার বিরুদ্ধে খেলবে সার্বিয়া। টিমের সতীর্থ নিকোলা মিলুতিনোভ বলেছেন, ‘যখন আমরা জানতা পেরেছিলাম, মাঠে কী ঘটেছিল বরিসার সঙ্গে, মেনে নিতে কষ্ট হয়েছিল। মাঠে এমন একটা ঘটনা যে ঘটতে পারে, বিশ্বাসই হচ্ছিল না। ওর জন্য প্রার্থনা করছি, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। ম্য়াচের পর ওই রাতে টিমের কেউই আমরা ঘুমোতে পারিনি। প্রচুর রক্তপাত হয়েছিল বরিসার। ওর জন্য সবাই মিলে রক্ত খুঁজছিলাম। পুরো টিমের কাছে কঠিন সময় ছিল ওটা।’
এই ঘটনার পর সুদানের বাস্কেটবলার ওমোত নুনি ভিলেন হয়ে গিয়েছেন। তিনি অবশ্য প্রথম থেকে নিজেকে নির্দোষ বলে আসছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই এক বিবৃতিতে নুনি বলেছেন, ‘গভীর ভাবে শোক প্রকাশ করছি বরিসার ঘটনার জন্য। খেলোয়াড় হিসেবে চাই, ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। যা ঘটেছে তার জন্য অনুতপ্ত। তবে যা ঘটেছে, তা অনিচ্ছাকৃত ভাবে এবং দুঃখজনক ঘটনা। ও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে মাঠে ফিরুক, এটাই চাই।’