Serena Williams: ‘আমাকে জেলে যেতে হত’, কেন বলছেন সেরনা?

সেরেনা বলছেন, "এটা জোক ছাড়া আর কিছুই নয়। এমন কাজটা আমি করলে, জেলে যেতে হত। এটাকেই বলে দ্বিচারিতা। তবে আমার এই সব নিয়ে কোনও মাথা ব্যথা নেই। আমি যেমন আমি তাতেই খুশি। আমি নিজেকে ভালোবাসি। মানুষ আমাকে ভালোবাসেন। এটাই আমার কাছে বড় প্রাপ্তি।"

Serena Williams: 'আমাকে জেলে যেতে হত', কেন বলছেন সেরনা?
কোর্টে না থেকেও আগুন ঝড়াচ্ছেন সেরেনা। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 3:12 PM

নিউ ইয়র্ক: দিন কয়ের আগের ঘটনা। আকাপুলকোয় এটিপি (ATP) টুর্নামেন্টে চেয়ার আম্পায়রকে মারতে গিয়েছিলেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা আলেজেন্দার জেরেভ (Alexander Zverev)। ম্যাচ হেরে, আম্পায়ারের ওপর ক্ষোক্ষ উগরে দিতে গিয়ে একার পর এক ব়্যাকেটের ঘা বসাতে শুরু করেন আম্পায়ারের চেয়ারে। সেই ঘটনার পর জেরেভকে টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হয়। পাশাপাশি বিশ্ব টেনিস সংস্থা বড় অঙ্কের জরিমানা করেছে। জেরেভ ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার তাঁকে আর নির্বাসনের মুখে পরতে হয়নি। এই নিয়েই এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল টেনিস বিশ্বের আরেক তারকা সেরেনা উইলিয়ামসকে (Serena Williams)। ২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন বলছেন, এই অপরাধ তিনি করলে তাঁকে জেলে যেতে হত। টেনিস সংস্থার সিদ্ধান্ত সবার জন্য সমান নয়। অভিযোগ করছেন সেরেনা ইউলিয়ামস। হাসি মুখেই এই অভিযোগ করছেন মার্কিন টেনিস তারকা।

সেরেনার অভিযোগ যে মিথ্যে নয়, সেটা একটু অতীতের দিকে হেঁটে গেলেই বোঝা যায়। সালটা ২০০৯। ঘটনা ইউএস ওপেনের (US Open)। সেমিফাইনালে কিম ক্লিস্টারেসর (Kim Clijsters) বিরুদ্ধে হারের পর ক্ষোভ দেখিয়েছিলেন সেরেনা। তর্ক করেছিলেন আম্পায়ারের সঙ্গে। তার ফলও ভুগতে হয়েছিল, ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার জরিমানার পাশাপাশি ২ বছর তাঁকে বিশ্ব টেনিস সংস্থার কড়া নজরের মধ্যে থাকতে হয়েছিল। তাই সেরেনার কাছে জেরেভের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দ্বিচারিতা।

সেরেনা বলছেন, “এটা জোক ছাড়া আর কিছুই নয়। এমন কাজটা আমি করলে, জেলে যেতে হত। এটাকেই বলে দ্বিচারিতা। তবে আমার এই সব নিয়ে কোনও মাথা ব্যথা নেই। আমি যেমন আমি তাতেই খুশি। আমি নিজেকে ভালোবাসি। মানুষ আমাকে ভালোবাসেন। এটাই আমার কাছে বড় প্রাপ্তি।”

আরও পড়ুন : Roger Federer: উইম্বলডনেও নেই ফেডেরার, বলছেন কোচ